প্রত্যেকবারই ভিড়ের নিরিখে নিজের রেকর্ড নিজে ভাঙে ২১ জুলাই। এবারেও অক্ষত রইল সেই ধারা। পাখির চোখে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত শুধু ভক্ত কর্মী অনুরাগীদের ভিড়। আর এবারের একুশ জুলাই ছিল ১০টা ব্রিগেড সমাবেশের সমান। ধর্মতলা চত্বরে নেমেছিল জনসমুদ্র। আর এই জনপ্লাবনে আবেগাপ্লুত তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন জননেত্রী বলেন, আজকের ২১ জুলাই ১০টা ব্রিগেডের সমান। আমার সামনে একটা ব্রিগেড, মঞ্চের পেছনে একটা ব্রিগেড। পার্ক স্ট্রিট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মানুষের কালো মাথা। গরম উপেক্ষা করেই মানুষের এই ঢল দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো।

এদিনের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তিনি জানান, ২৪-এর ২১ জুলাইয়ের ভিড় এই বছর ছাপিয়ে গেছে। প্রত্যেকবারেই এই রেকর্ড হয়। প্রতিবারের ভিড় প্রত্যেক বার ছাপিয়ে যায়। এবারেও সেই রীতি বজায় রেখে বাংলা সাক্ষী থাকল আরও এক আবেগের ২১ জুলাইয়ের।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–