Sunday, November 2, 2025

অ্যাক্রোপলিস মলে দিনভর টেবিল টেনিস প্রতিযোগিতা, ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে সাড়া

Date:

Share post:

শহরের অন্যতম জনপ্রিয় শপিং ও বিনোদন গন্তব্য অ্যাক্রোপলিস মল আজ এক দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করল। ফরাসি ক্রীড়াসামগ্রী নির্মাতা সংস্থা ডেকাথলনের সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেন পেশাদার ও অপেশাদার—দুই ধরনের খেলোয়াড়ই। প্রতিযোগিতাটি ছিল রোমাঞ্চকর ও প্রাণবন্ত, যা অংশগ্রহণকারীদের জন্য উপভোগ্য হয়ে ওঠে।

ডেকাথলন এই প্রতিযোগিতার প্রচার ও উৎসাহব্যঞ্জক ভূমিকা নেয় তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। প্রতিযোগিতার ফাইনালে প্রাতিচি ব্যানার্জিকে পরাজিত করে শ্রীতনু মাজি বিজয়ী হন। সেমিফাইনালে তিনি সার্থক অরোরা ও শুভ্রজ্যোতি শীলকে হারিয়ে ফাইনালে পৌঁছন।

এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF)-এর অনুমোদিত লেভেল ২ কোচ ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কোচ পরাগ প্রকাশ আঙ্কোলেকর। সহ-আয়োজক ও প্রধান রেফারি হিসেবে ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও SGFI সোনাজয়ী দীপ্তাংশু দত্ত।

পুরুষ ও মহিলাদের একক বিভাগ ছাড়াও আয়োজিত হয় মিক্সড ওপেন বিভাগ। বিজয়ী, রানার-আপ, সেমিফাইনালিস্ট ও কোয়ার্টার-ফাইনালিস্ট মিলিয়ে মোট আটজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।

মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার (রিটেল ও হসপিটালিটি) শুভদীপ বসু বলেন, অ্যাক্রোপলিস মল বিগত কয়েক বছর ধরে ইনডোর ক্রীড়া যেমন দাবা ও কেরামের টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। ক্রীড়া মানসিক ও শারীরিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যুবসমাজকে ফিটনেসে আগ্রহী করে তোলার উদ্দেশ্যেই এই টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও জানান, ডেকাথলন, যাদের একটি পূর্ণাঙ্গ আউটলেট অ্যাক্রোপলিস মলে রয়েছে, এই প্রতিযোগিতায় সহ-আয়োজকের ভূমিকায় ছিল এবং ক্রীড়ামোদীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। আগামী দিনে অ্যাক্রোপলিস মল আরও টেবিল টেনিস, দাবা ও কেরাম প্রতিযোগিতা আয়োজন করবে। এই মলকে সম্পূর্ণ পারিবারিক কেনাকাটা ও বিনোদনের কেন্দ্র হিসেবেই গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আরও পড়ুন – উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকড়ের! কেন এই সিদ্ধান্ত?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...