কেন্দ্রের বিজেপি সরকারের প্ররোচনায় ডবলইঞ্জিন রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর লাগাতার অত্যাচার নিপীড়ন এবং তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি জানিয়েছেন, ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এই প্রতিবাদ কর্মসূচি ছাড়াও তিনি যেখানে যেখানে জেলা সফরে যাবেন সেখানেই বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মিছিল করবেন। ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন মমতা। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।

২৭ তারিখ নানুর দিবসেই বীরভূম (Birbhum) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে জয়দেবে অজয় নদের উপর সেতুর উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের দাবি মেনে বীরভূম ও পশ্চিম বর্ধমানের দুই খ্যাতনামা সাধক শিল্পী কবি জয়দেব ও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের নাম অনুসারে সেতু নাম ‘জয়দেব-নীলকণ্ঠ সেতু’ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু সেতুর উদ্বোধন নয়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক অফিস ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ভবনের উদ্বোধনও হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ২৭ এবং ২৮ জুলাই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে বীরভূম যাবেন। সেখানেও একই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
আরও খবর: অসংবিধানিক-বেআইনি: বাংলায় বিষয়ে ডবলইঞ্জিন সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠলেন মমতার

–

–

–

–

–

–

–

–
–
–
–