Friday, January 30, 2026

রশিদ, দিমি, ক্রেসপোদের নিয়েই ডুরান্ডে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

অচেনা প্রতিপক্ষ। ডুরান্ডের (Durand Cup) প্রথম ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল (Eastbengal) কী চাপে রয়েছে। সোজাসাপ্টা উত্তর অস্কার ব্রুজোর। তাদের কাঁধে দায়িত্ব রয়েছে ঠিকই, কিন্তু একেবারেই কোনওরকম চাপে নেই ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে উদ্বোধন ডুরান্ড কাপের। সেখানেই কার্যত পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বিদেশিও বাছা হয়ে গিয়েছে অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon)। গত মরসুমের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই মরসুমে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য লাল-হলুদ শিবিরের হেডস্যারের।

ডুরান্ড কাপে যখন বেশিরভাগ দলই নাম তুলে নিয়েছে, সেইসময় ইস্টবেঙ্গল নামছে সম্পূর্ণ শক্তি নিয়ে। কোন কোন বিদেশি খেলবে ইস্টবেঙ্গলের (Eastbengal)। মাঠে নামার আগেই কার্যত ঘোষণা করে দিলেন ইস্টবেঙ্গলের কোচ। দিমিত্রি দিয়ামনতাকোসের ওপর যেমন আক্রমণের ভার থাকবে। তেমনই থাকবেন মাঝমাঠে সওল ক্রেসপো (Saum Crespo)। কেভিনকে নিয়ে ভাবনা থাকলেও প্রথম ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে অভিষেক হতে চলেছে রশিদেরই (Rashid)।

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। অচেনা প্রতিপক্ষ থেকে সেই দল নিয়ে কারোরই সেভাবে ধারণা নেই। তবে অস্কার (Oscar Bruzon) কিন্তু প্রস্তুত। তিনি জানাচ্ছেন, “আমাদের ওপর কোনওরকম চাপই নেই। আগামীকালের ম্যাচে কী করতে হবে তা আমার দলের সকলেই জানেন। গত মরসুমে কী হয়েছিল আমরা সকলেই জানি। সমর্থকদের আমাদের থেকে কি প্রত্যাশা রয়েছে তা নিয়েও বেশ ওয়াকিবহাল রয়েছি আমরা। মাঠে নেমে কী করব সেটাও জানি। ইস্টবেঙ্গলকে এবার লড়াইয়ে ফেরানোরই লক্ষ্যে রয়েছি”।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল পাচ্ছে না সৌভিক চক্রবর্তীকে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই জিততে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...

লিটনরা না এলেও ভারতে আসছেন দুই বাংলাদেশি আম্পায়ার, সূর্যদের জন্য কড়া নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) । তার আগেই শুক্রবার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা...

টর্চ জ্বেলে অস্ত্রোপচার যোগীরাজ্যে

নেই বিদ্যুৎ, নেই বিকল্প ব্যবস্থাও। মোবাইলের টর্চের মৃদু আলোতেই চলছে সূক্ষ্ম অস্ত্রোপচার, যেখানে সামান্য উনিশ-বিশের ভুলেই ঘটে যেতে...

নাজিরাবাদের শুভেন্দুর ‘শোক মিছিলে’ বাজল ডিজে! চোখে আঙুল দিয়ে দেখালো তৃণমূল

একটি মিছিল করবেন। আর তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে রাজ্য প্রশাসনের হাজারো ভুল তুলে ধরার চেষ্টা করছিলেন বিরোধী...