রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের সিসিক্যামেরায় স্প্রে করে লক্ষ লক্ষ টাকা লুঠের অভিযোগ শিলিগুড়ির (Siliguri ATM robbery) আশিঘড় ফাঁড়ির লোকনাথ বাজার এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এই অপারেশন চালায় দুষ্কৃতীরা। সকাল হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গ্যাস কাটার দিয়ে অটোমেটেড টেলার মেশিন (ATM )কেটে টাকা লুঠ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

সূত্র মারফত জানা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওই এটিএমে আনুমানিক ১৪ লক্ষ টাকা ছিল। যদিও এই ব্যাপারে ব্যাংকের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। গভীর রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে অপারেশন চালায় দুষ্কৃতীরা। সকলের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল বলে এটিএমের বাইরের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। গ্যাস কাটার ব্যবহার করার ফলে আগুন লেগে বেশ কিছু টাকা পুড়ে যায় বলেও জানিয়েছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দুষ্কৃতীরা যে গাড়ি ব্যবহার করেছিল, সেটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–