ভোটার তালিকার ‘বিশেষ সংশোধনে’ আতঙ্ক! নাম তোলার হিড়িক সীমান্তের জেলাগুলিতে

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অভিযানকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যজুড়ে, বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে। বিহারে ‘এসআইআর’ (সিলেক্টিভ ইনটেনসিভ রিভিশন) এবং ‘বাংলাদেশি হটাও’ প্রচারের আবহে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। সেই প্রভাবেই রাজ্যের একাধিক জেলায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে ভোটার তালিকায় নাম তোলার আবেদন।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, গত এক সপ্তাহে শুধুমাত্র সীমান্তবর্তী জেলাগুলিতেই ফর্ম ৬ জমা পড়েছে ৭৫ হাজারেরও বেশি, যেখানে সাধারণ সময়ে এই সংখ্যা থাকে ২৫ হাজারের আশেপাশে। অর্থাৎ তিনগুণেরও বেশি আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে। নির্বাচন কমিশন এই প্রবণতার ওপর কড়া নজর রেখেছে।

কমিশনের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শুধু তরুণ প্রজন্ম নয়, বহু বয়স্ক নাগরিকও এবার ভোটার তালিকায় নাম তোলার আবেদনে শামিল হয়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, শীঘ্রই রাজ্যেও বিহারের মতো এসআইআর চালু হতে পারে। কারণ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বিএলওদের কাছ থেকে এনু মারেশন ফর্ম পাওয়া যাবে না। ফলে তারা একদিকে যেমন ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, তেমনই নাগরিকত্ব নিয়েও সংশয় তৈরি হতে পারে।

সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, অগাস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর প্রক্রিয়া। দুর্গাপুজোর ছুটি মাথায় রেখেই এই সময় নির্ধারণের কথা ভাবছে কমিশন। বিহারে যেখানে ১১টি নথি জমা দিতে বলা হয়েছে, সেখানে বাংলায় সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশন এখন একদিকে যেমন বিপুল পরিমাণে জমা পড়া আবেদন খতিয়ে দেখছে, তেমনই এই প্রবণতার সামাজিক-রাজনৈতিক কারণ বিশ্লেষণের কাজেও নেমেছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ এই মুহূর্তে প্রবল উদ্বেগে রয়েছেন, কারণ এসআইআর প্রক্রিয়া নাগরিক অধিকার ও নিরাপত্তা নিয়ে এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন – ‘মহানায়ক সম্মান’: মহানায়কের প্রয়াণ দিবসে মনমাতানো অনুষ্ঠান

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...