বাংলা সিপিএমকে উপেক্ষা করে মমতার ভাষা আন্দোলনকে সমর্থন মানিক সরকারের

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে আক্রান্ত বাংলাভাষী মানুষ। এর বিরোধিতায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশের আরেক বাংলাভাষী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar) মমতার এই প্রতিবাদকে সমর্থন জানালেন। রাজনৈতিক মতাদর্শে বিপরীত মেরুতে অবস্থান করলেও এমনকী একুশে জুলাই-এর মঞ্চ থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো যেভাবে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তাকে কার্যত সমর্থন জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাংলা সিপিএমকে উপেক্ষা করে মমতার ভাষা আন্দোলনকে সমর্থন মানিক সরকারের। তাঁর কথায়, বাঙালি তথা বাংলাভাষীদের উপর আক্রমণ BJP-RSS-এর চক্রান্ত।

ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি তথা বাংলাভাষী শ্রমিকদের ওপর উপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২১ জুলাই শহিদ স্মরণ মঞ্চ থেকে এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সিপিএম (CPIM) অবশ্য তাঁর এই আন্দোলনকে কটাক্ষ করেছে। যদিও মুখ বাঁচাতে রাস্তায় নেমে মিছিল করেছে বামেরা। তবে বাংলা ভাষাভাষীদের স্বার্থে তৃণমূল নেত্রীর এই আন্দোলনকে সমর্থন করেনি। তবে সিপিএমের নেতা হয়েও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আলিমুদ্দিন স্ট্রিটের বিরোধিতা নাস্যাৎ করে সমর্থন জানিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি সাংবাদিকের প্রশ্নের উত্তরে মানিক জানান, বাংলা ভাষার উপর এই আক্রমণ বিজেপি ও আরএসএসের ছক। সারাদেশে বেছে বেছে বাঙালিদের উপর এই আক্রমণের হচ্ছে। আর সেগুলি হচ্ছে বিজেপিশাসিত রাজ্যে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই-এর কথা উল্লেখ করেন তিনি। জানান, বাংলার মুখ্যমন্ত্রী বাংলাভাষী। তিনি তৃণমূলের বাৎসরিক অনুষ্ঠান একুশে জুলাই-এর মঞ্চে এই আক্রমণের বিরোধিতায় নিয়ে সরব হয়েছেন। তিনি আন্দোলনের ডাক দিয়েছেন

শুধু তাই নয়, মানিক সরকারের (Manik Sarkar) অভিযোগ, আরএসএস মুসলিম বিরোধী, নারী বিরোধী, খেটে খাওয়া মানুষের বিরোধী- সেই কারণেই বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মানিকের মতে, বাংলাভাষীদের উপর এই আক্রমণ আরএসএসের রণকৌশল।

আরও পড়ুন – বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

spot_img

Related articles

যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি...

বাতিল সাংবাদিক সম্মেলন! আসন বাঁটোয়ারা নিয়ে তীব্র অশান্তি গেরুয়া শিবিরে

রবিবার রাতে ঢাকঢোল পিটিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আসন বণ্টন সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা করার পরেও অশান্তির আগুনে জ্বলতে শুরু...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

বিয়েবাড়ি যাওয়ার পথে উল্টে গেল বাস, দুর্ঘটনায় ১০ জন আহত

বিয়েতে যাচ্ছিলেন ৪২ জন যাত্রী। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে বেসরকারি বাসটি। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের...