Friday, November 28, 2025

৫৬ লক্ষ ভুয়ো ভোটার তিন মাসে! সীমান্তে অনুপ্রবেশের দায় নিয়ে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে কমিশন যে তথ্য নিজেদের স্বচ্ছ দেখাতে পেশ করেছে তাতে কমিশনের চূড়ান্ত গাফিলতি স্পষ্ট। সেই সঙ্গে যে ৫৬ লক্ষ মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের ভিন রাজ্য বা দেশের বাসিন্দা হিসাবে অভিযোগ তুলেছিল। সেখানেই এসআইআর (SIR) ইস্য়ুতে প্রথম সরব হওয়া তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হল সীমান্ত দিয়ে ৫৬ লক্ষ মানুষ অনুপ্রবেশ করলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন? এই দায় নিজের ঘাড়ে নিয়ে শাহর (Amit Shah) পদত্যাগ দাবি করে তৃণমূল। সেই সঙ্গে তুলে ধরা হয়, কীভাবে কমিশন (Election Commission) নিজেদের দেওয়া তথ্য নিজেদের গাফিলতি প্রমাণ করেছে।

বিহারের খুবই সফলভাবে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিউ-এর কাজ হয়েছে প্রতিষ্ঠা করার জন্য ক্রমাগত তথ্য পেশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন তোলেন, তথ্যে দেখা যাচ্ছে ২২ জুলাই পর্যন্ত পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটারের সংখ্যা ১১,৪৮৪ জন। আর ২৩ জুলাই তথ্যে দাবি করা হচ্ছে পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটার ১ লক্ষ। মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার ৫০০ ভোটার যুক্ত হল কীভাবে?

এখানেই শেষ নয়। কমিশনের তথ্য তুলে ধরে মহুয়া দাবি করেন, ৮৮ শতাংশ কাজ যখন হয়ে গিয়েছিল তখন ৩৫ লক্ষ মানুষকে ভুয়ো বলে তালিকা থেকে বাদ দেওয়ার ছিল বলে জানানো হয়। ৯৮ শতাংশ কাজ যখন হল তখন ৫৬ লক্ষ মানুষকে বাদ দেওয়ার ঘোষণা করা হয়। অর্থাৎ ৭৭ লক্ষ মানুষকে সমীক্ষা (survey) করে ২১ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সমীক্ষায় এক তৃতীয়াংশের বেশি মানুষকে বাদ দিচ্ছেন!

কমিশনের এই বিস্ময়কর পরিসংখ্যানেই স্পষ্ট কমিশনের কাজের গাফিলতি। সেখানেই তৃণমূল সাংসদের প্রশ্ন, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এই ৫৬ লক্ষ মানুষ ভোটার তালিকায় আচমকা এলো কোথা থেকে। আপনারা তো বিহারে ক্রমাগত সমীক্ষা (survey) করে চলেছেন। ২০২৫ সালের এপ্রিল মাসেও রিভিশন হয়েছে। তারপরেও কোথা থেকে এত ভুয়ো ভোটার। তার মানে কী এতদিন পর্যন্ত যত রিভিশন হয়েছে সব বেকার ছিল।

আরও পড়ুন: রাজস্থানের মেডিক্যাল কলেজে ‘কর্তৃপক্ষের ইচ্ছায় ফেল’! মানসিক নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

নির্বাচনমুখী বিহারে বিজেপি ও কমিশনের যৌথ খেলায় পর্দাফাঁস হয়ে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কমিশনই জানিয়েছে ভুয়ো ভোটারা কেউ বাংলাদেশ, কেউ মায়ানমার আবার কেউ নেপালের বাসিন্দা। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া দাবি করেন, বিহারের সীমান্ত দেখে স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি অনুপ্রবেশের দায় স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি বলা হয় ৫৬ লক্ষ মানুষ বেআইনি অনুপ্রবেশকারী, বিদেশী, তাহলে আপনি কী করছিলেন। সীমান্ত যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি ইস্তফা দিন।

spot_img

Related articles

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...