Friday, January 30, 2026

৫৬ লক্ষ ভুয়ো ভোটার তিন মাসে! সীমান্তে অনুপ্রবেশের দায় নিয়ে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে কমিশন যে তথ্য নিজেদের স্বচ্ছ দেখাতে পেশ করেছে তাতে কমিশনের চূড়ান্ত গাফিলতি স্পষ্ট। সেই সঙ্গে যে ৫৬ লক্ষ মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের ভিন রাজ্য বা দেশের বাসিন্দা হিসাবে অভিযোগ তুলেছিল। সেখানেই এসআইআর (SIR) ইস্য়ুতে প্রথম সরব হওয়া তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হল সীমান্ত দিয়ে ৫৬ লক্ষ মানুষ অনুপ্রবেশ করলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন? এই দায় নিজের ঘাড়ে নিয়ে শাহর (Amit Shah) পদত্যাগ দাবি করে তৃণমূল। সেই সঙ্গে তুলে ধরা হয়, কীভাবে কমিশন (Election Commission) নিজেদের দেওয়া তথ্য নিজেদের গাফিলতি প্রমাণ করেছে।

বিহারের খুবই সফলভাবে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিউ-এর কাজ হয়েছে প্রতিষ্ঠা করার জন্য ক্রমাগত তথ্য পেশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন তোলেন, তথ্যে দেখা যাচ্ছে ২২ জুলাই পর্যন্ত পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটারের সংখ্যা ১১,৪৮৪ জন। আর ২৩ জুলাই তথ্যে দাবি করা হচ্ছে পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটার ১ লক্ষ। মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার ৫০০ ভোটার যুক্ত হল কীভাবে?

এখানেই শেষ নয়। কমিশনের তথ্য তুলে ধরে মহুয়া দাবি করেন, ৮৮ শতাংশ কাজ যখন হয়ে গিয়েছিল তখন ৩৫ লক্ষ মানুষকে ভুয়ো বলে তালিকা থেকে বাদ দেওয়ার ছিল বলে জানানো হয়। ৯৮ শতাংশ কাজ যখন হল তখন ৫৬ লক্ষ মানুষকে বাদ দেওয়ার ঘোষণা করা হয়। অর্থাৎ ৭৭ লক্ষ মানুষকে সমীক্ষা (survey) করে ২১ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সমীক্ষায় এক তৃতীয়াংশের বেশি মানুষকে বাদ দিচ্ছেন!

কমিশনের এই বিস্ময়কর পরিসংখ্যানেই স্পষ্ট কমিশনের কাজের গাফিলতি। সেখানেই তৃণমূল সাংসদের প্রশ্ন, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এই ৫৬ লক্ষ মানুষ ভোটার তালিকায় আচমকা এলো কোথা থেকে। আপনারা তো বিহারে ক্রমাগত সমীক্ষা (survey) করে চলেছেন। ২০২৫ সালের এপ্রিল মাসেও রিভিশন হয়েছে। তারপরেও কোথা থেকে এত ভুয়ো ভোটার। তার মানে কী এতদিন পর্যন্ত যত রিভিশন হয়েছে সব বেকার ছিল।

আরও পড়ুন: রাজস্থানের মেডিক্যাল কলেজে ‘কর্তৃপক্ষের ইচ্ছায় ফেল’! মানসিক নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

নির্বাচনমুখী বিহারে বিজেপি ও কমিশনের যৌথ খেলায় পর্দাফাঁস হয়ে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কমিশনই জানিয়েছে ভুয়ো ভোটারা কেউ বাংলাদেশ, কেউ মায়ানমার আবার কেউ নেপালের বাসিন্দা। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া দাবি করেন, বিহারের সীমান্ত দেখে স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি অনুপ্রবেশের দায় স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি বলা হয় ৫৬ লক্ষ মানুষ বেআইনি অনুপ্রবেশকারী, বিদেশী, তাহলে আপনি কী করছিলেন। সীমান্ত যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি ইস্তফা দিন।

spot_img

Related articles

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...

টি২০ বিশ্বকাপে সেরা চার দল কারা? জেনে নিন দাদার পছন্দ

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের...

ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই ফের এক বিএলও-র (BLO) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরবঙ্গের শিলিগুড়িতে (SILIGURI) ভোটার তালিকা...