সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ: আয়ুরমিত্রের অনুষ্ঠানে ব্যাখ্যা কুণালের

Date:

Share post:

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে আয়ুর্বেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বহুদিনের। আমাদের চারপাশের সবুজের সমাহারের মাঝেই যে সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে সেই কথা আরও একবার তুলে ধরল আয়ুরমিত্র। শনিবারের সকালে কলকাতার অশোক রোড এলাকায় অবস্থিত আয়ুরমিত্র বিপণিতে বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বনমন্ত্রী বিরবাহা হাঁসদার সহযোগিতায় অনুষ্ঠিত এই পরিবেশ কল্যাণমূলক ভাবনার সঙ্গী হলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিই এই অনুষ্ঠানের মূল উদ্বোধক। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। আয়ুরমিত্রের তরফে আয়োজক সুচেতা ঘোষের (Sucheta Ghosh) এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশিষ্টরা।

কুণাল বলেন, প্রায় পাঁচ হাজার বছর ধরে প্রকৃতির সম্পদ থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরির প্রথা চলে আসছে। এই বিষয়ে নিজের ভালো লাগার কথা বলতে করতে গিয়ে তিনি আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্রের কথাও উল্লেখ করেন। উপস্থিত কচিকাচাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোটবেলায় মা ঠাকুমারা যে তুলসী পাতা খাইয়ে দিতেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর আজ যেমন তুলসী গাছ রয়েছে, পাশাপাশি সেখান থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরি হয়ে চলে আসছে আমাদের কাছে। ফলে যাঁদের বাড়িতে গাছ লাগাবার সুযোগ নেই তাঁরাও কিন্তু এই আয়ুর্বেদ ওষুধ থেকে নিজেদের সুস্থ থাকার রসদ খুঁজে পাবেন। মুনিঋষিরাও যুগ যুগ ধরে আয়ুর্বেদ চর্চা করেছেন। জটিল আধুনিক পদ্ধতি এড়িয়ে এই আয়ুর্বেদ কার্যকরী ফল দিতে সক্ষম। তাই এই সম্পর্কে আরও বেশি করে সাধারণ মানুষকে জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রাক্তন সাংসদ।

এদিনের অনুষ্ঠানে আমলকি, বকুল, অর্জুন, শিউলির মতো ভেষজ সহ হাজার চারাগাছ বিতরণ করা হয়। বিধায়ক দেবব্রত মজুমদার চিকিৎসাবিজ্ঞানে আয়ুর্বেদের গুরুত্তের কথা উল্লেখ করার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের বার্তাও দেন।

spot_img

Related articles

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

পোষ্য বিড়ালকে মেরে পুঁতে দেওয়া হয়েছে, সরব সুদীপা, ধুন্ধুমার কুঁদঘাটের চণ্ডীতলায়

টালিগঞ্জের (Tollygunge) চন্ডী ঘোষ রোড, এলাকার একটি বাড়িতে সারমেয়েদের এবং বিড়ালদের, আগলে রাখার ও দেখভাল করানোর নামে অকথ্য...

বদলে গেল ফাটাকেষ্টর কালীপুজোর প্রতিমা! কারণ জানলে অবাক হবেন

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়অন্ধকার কাটিয়ে আলোর উদযাপনে তৈরি বাঙালি। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই দীপাবলির আলোয় উৎসবের মেজাজে ফের...

ফের মেট্রো ভোগান্তি: সিগনাল বিভ্রাটে আংশিক বন্ধ পরিষেবা

কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত শাখা ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ যেন কাটছেই না। নূন্যতম পরিষেবাটুকু দিতে যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন,...