Sunday, August 24, 2025

পহেলগাম হামলায় ব্যর্থতা স্বীকার: সংসদে হামলাকারীদের নিকেশ প্রমাণের চেষ্টা শাহর

Date:

Share post:

সোমবার জম্মু ও কাশ্মীরের লিডওয়াসে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে নিকেশ করা হলেও পরিচয় জানাতে সময় নিয়েছিল ভারতীয় সেনা। মোদি জমানায় নরেন্দ্র মোদি (Narendra Modi) বা অমিত শাহ যে সেনার অভিযানের সব কৃতিত্ব নিজেরাই নিয়ে নেন, তা সোমবারই সংসদে স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই তত্ত্বকে সত্য প্রমাণ করে লোকসভায় (Loksabha) অমিত শাহ (Amit Shah) দাবি করলেন বৈসারণ উপত্যকায় (Baisaran Valley) হামলা চালানো তিন জঙ্গিকেই নিকেশ করা হয়েছে কাশ্মীরের লিডওয়াসে। তবে গোটা হামলা ও পর্যটকদের মৃত্যুর দায় সংসদে দাঁড়িয়ে স্বীকার করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

জঙ্গি দমনের থেকে ব্র্যান্ডিংয়ে যে অনেক বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সোমবারই অপারেশন সিন্দুর নিয়ে সংসদের আলোচনায় দাবি করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। নতুন করে পহেলগামের জঙ্গিদের নিকেশ করতে অপারেশন মহাবেদও যে সেই ব্র্যান্ডিংয়েরই উদাহরণ, প্রমাণ করে দিলেন অমিত শাহ। এদিন সংসদে গুরুত্বপূর্ণ দাবি করেন শাহ। জানান অপারেশন মহাদেবে পহেলগামের বৈসারণ উপত্যকায় হামলা চালানো তিন জঙ্গিকেই নিকেশ করা হয়েছে। অপারেশন সিন্দুরে (Operation Sindoor) এই জঙ্গিদের আশ্রয়দাতাদের মেরে ফেলা হয়েছিল। অপারেশন মহাদেবে (Operation Mahadev) তাদের মারা হল। গোটাটাই মোদিজির পরিকল্পনার ফল বলে দাবি করে সেনার চার মাসের লাগাতার লড়াইকে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীই ছোট করে দেখানোর চেষ্টা করেন। সবটাই নরেন্দ্র মোদির ব্র্যান্ডিংয়ের সুফল বলে লোকসভায় তুলে ধরে বিজেপি।

সোমবারের অভিযানে যে বৈসারণের জঙ্গিরাই নিহত হয়েছে তা প্রমাণ করার জন্য একাধিক তথ্য পেশ করেন অমিত শাহ। তিন জঙ্গির দেহ নিয়ে আসা হয় শ্রীনগরে। আর আগেই এনআইএ-র (NIA) হাতে আটক রয়েছে সেই সব পরিবার যাদের বাড়িতে আশ্রয় ও খাবার সংগ্রহ করেছিল এই জঙ্গিরা। সেই রকম পাঁচজনকে দিয়ে মৃতদেহ সনাক্ত করানো হয়। তাছাড়াও, বৈসারণে (Baisaran) হামলার পরে সংগৃহিত কার্তুজের ফরেনসিক পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টের সঙ্গে জঙ্গিদের থেকে উদ্ধার করা বন্দুকের নলের ভিতরের ফরেনসিক রিপোর্ট (forensic report) মিলে গিয়েছে বলে দাবি করেন অমিত শাহ। ছয়জন বিজ্ঞানী সেই পরীক্ষার পরে মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন বলেও জানান তিনি।

সেই সঙ্গে লোকসভায় শাহ (Amit Shah) দাবি করেন, দীর্ঘ সময় ধরে কাশ্মীরের ভিতরেই লুকিয়ে থাকা জঙ্গিরা কোনও রকম ওয়্যারলেস যোগাযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে কি না তা নজরদারির অধীনে রাখা হয়। কাশ্মীরের বরফে ঢাকা পাহাড়ে সেনা সেই নজরদারি জারি রেখেছিল। ২২ জুলাই এই জঙ্গিরা তাদের সহযোগীদের সঙ্গে সংযোগস্থাপনের চেষ্টা চালালে তাদের চিহ্নিত করে ধরার প্রক্রিয়া শুরু করা হয়। লিডওয়াসের (Lidwas) গোটা এলাকা ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে ঘিরে ফেলে অপারেশন চালায় সোমবার সকাল থেকে।

যদিও পহেলগাম হামলার পরে জম্মু ও কাশ্মীর গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই সময় মৃতদের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সেই দৃশ্য মনে করে লোকসভায় (Loksabha) মঙ্গলবার শাহ স্বীকার করেন পহেলগামে নিরীহ নাগরিকদের হত্যার জন্য দায়ী মোদি সরকার। তিনি বলেন, সবাই প্রশ্ন করছিল কীভাবে ঢুকল জঙ্গিরা, কোথায় চলে গেল, কার দায়িত্ব ছিল? আমাদেরই দায়িত্ব ছিল। আমাদের সরকার, সুতরাং দায়িত্ব আমাদেরই ছিল।

আরও পড়ুন: দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১৮ কানওয়ার যাত্রী 

তবে ভারতীয় সেনার যৌথবাহিনীর কৃতিত্বে যে তিন জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের পরিচয় এদিন লোকসভায় প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি জানান, হামলায় নিহত তিন জঙ্গি সুলেমান ওরফে ফৈজল, আফগান ও জিবরান। সুলেমান তস্কর-এ-তৈবার (LeT) প্রথম সারির নেতা ছিল। আফগানও এ ক্যাটাগরির নেতা বলে দাবি করেন শাহ। জিবরান অত্যন্ত প্রভাবশালী জঙ্গি ছিল। তিনজনেই পাকিস্তানের নাগরিক। তাদের নাগরিকত্বের পরিচয় যাচাই করে সেই তথ্য উঠে এসেছে। এমনকি তাদের থেকে পাওয়া চকোলেট পাকিস্তানে (Pakistan) তৈরি বলেই দাবি করেন শাহ।

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...