Friday, January 30, 2026

বারাসতের মাদ্রাসায় বাঘ! শিক্ষকের AI ভিডিও ঘিরে আতঙ্ক 

Date:

Share post:

বারাসাত (Barasat) মাদ্রাসার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তিনটি রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal tiger)! সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা এলাকায়। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি বাড়াবাড়ি হয়ে গেছে বুঝে সামাজিক মাধ্যম থেকে ভিডিওটি ডিলিট করেছেন ওই মাদ্রাসার ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক।

পড়ুয়াদের শিক্ষা দিতে গিয়ে গুজব ছড়ালো মাদ্রাসা ও এলাকায়। আতঙ্কে স্কুল বিমুখী পড়ুয়ারা। উত্তর ২৪ পরগনার কদম্বগাছির উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে। সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে ভিডিওটি। দেখা যাচ্ছে,  মাদ্রাসার মধ্যে তিনটি বাঘ এ বারান্দা থেকে ও বারান্দা ছুটে পার হয়ে যাচ্ছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রীতিমত চিন্তইত হয়ে পড়ে অভিভাবকরা। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক বলেন, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠান ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক এআই এর মাধ্যমে তৈরি করেছে।

তবে কি উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছে থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে জানান তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার লক্ষ্যে এআই প্রযুক্তি কে ব্যবহার করে তিনটি বাঘ নিয়ে আসি প্রতিষ্ঠানের ফাঁকা বারান্দায় এবং ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখছে তার সবকিছুই আদপে সত্য নয়। তবে এই প্রযুক্তি শিক্ষা বিলোতে গিয়েই আতঙ্ক ছড়িয়েছে এ কারণে আমি ক্ষমাপ্রার্থী। বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোন প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে ভিডিওটি এবং ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানান তিনি। আরও পড়ুন: আন্দামান ব্যাঙ্ক জালিয়াতিতে কলকাতা যোগ, ৩০০ কোটির প্রতারণা মামলায় তল্লাশি ইডির

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...