শনিবার সকাল সকাল শহর কলকাতায় ধসে গেল বাড়ি (House collapsed in maniktala। ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। আহত দুই শিশুসহ চারজন। আহতদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে (ESI hospital) নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই প্রায় ১০০ বছরের পুরনো বাড়ি ভেঙে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের (Maniktala Police)। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এক নাগাড়ে বৃষ্টির ফলে শহর কলকাতায় চলতি বছরে জরাজীর্ণ একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার খবর মিলেছে। সম্প্রতি জানবাজার এলাকায় ২৪এ রানি রাসমণি রোডে একটি শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই বাড়ির ভেঙে পড়া অংশে কেউ থাকতেন না বলেই আহত হওয়ার ঘটনা ঘটেনি। আবার শিয়ালদহ এলাকার ৭ নম্বর রাজকুমার বোস লেনে একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের কাজ চলছিল। লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির নিচতলার একাংশ দেওয়াল ভেঙে বিপত্তি ঘটে। এরপর মানিকতলায় বাড়ি দুর্ঘটনা। এলাকার মানুষ বলছেন বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে বেশ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। যদি অফিস টাইমে এই দুর্ঘটনা ঘটতো তাহলে আরও অনেক বেশি আহত হতে পারতেন বলে আশঙ্কা করছেন তাঁরা। আপাতত দুর্ঘটনাগ্রস্থ বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়েছে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–