ওভালে (Oval) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নেমেছে ভারতীয় দল (India Team)। তার মাঝেই সিরিজের উত্তাপ বাড়িয়ে হঠাৎই সেখানে উপস্থিত ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর সেই ভডিও ছড়িয়ে পড়তেই কার্যত চারিদিকে হৈচৈ পড়ে গিয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) অবসর নিয়ে নিলেও, দলকে তাঁতাতেই যে তিনি ওভালে পৌঁছেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের প্যাভিলিয়নে বসেই ম্যাচও দেখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলকে তাঁতাতেই যে তিনি পৌঁছেছেন তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শুধুমাত্র তিনিই নন, একইসঙ্গে অবসর গ্রহন করেছিলেন বিরাট কোহলিও। এরপরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর নেতৃত্বেই শুরু হয়েছে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই।

Tendulkar – Anderson Trophy ಪಂದ್ಯ ವೀಕ್ಷಿಸಲು ನಮ್ಮ Hitman Oval ಅಂಗಳಕ್ಕೆ ಬಂದಿದ್ದಾರೆ. 😎🧢
📲 ವೀಕ್ಷಿಸಿ | #ENGvIND | 5th Test | Day 3 | LIVE NOW | ನಿಮ್ಮ JioHotstar ನಲ್ಲಿ#TeamIndia #RohitSharma pic.twitter.com/538ek7VvY4
— Star Sports Kannada (@StarSportsKan) August 2, 2025
ওভালে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নেমেছে ভারতীয় দল। এই টেস্ট জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে টিম ইন্ডিয়া। যদিও প্রথম ইনিংসে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতীয় দলের ব্যাটাররা। তবে বোলাররা ছিলে দুরন্ত ফর্মে। সেই সিরিজের তৃতীয় দিনই ওভালে হাজির রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ওভাল স্টেডিয়ামেই প্রবেশ করছেন রোহিত শর্মা। ভারতের ম্যাচ দেখতেই যে সেখানে পৌঁছেছেন প্রাক্তন অধিনায়ক তা বলার অপেক্ষা রাখে না।

ওভালের স্টেডিয়ামে রোহিত শর্মার উপস্থিতি যে ভারতীয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে দিনের শেষে গিল, সিরাজ, রাহুলদের সঙ্গে কথাবার্তাও বলতে পরেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

–

–

–

–

–

–
–
–
–
–
–