ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের (Heavy rain forecast in North Bengal) বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা। তিস্তা, জলঢাকা, রূপনারায়ণের জলস্তর ক্রমশই বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। একেবারেই বিপরীত ছবি দক্ষিণে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি বিরতি কলকাতাসহ শহরতলীর জেলায় জেলায়। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে একটানা বৃষ্টি ভিজতে হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃহস্পতিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর অফিস (Alipore Weather Department)।

সাময়িক বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে চড়ছে উষ্ণতার পারদ। রবিবাসরীয় সকালে খুব একটা রোদের তেজ না থাকলেও বেলা বাড়তেই আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরের পথে ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় সোমবার পর্যন্ত ভারী দুর্যোগ উত্তরবঙ্গে। রবিবার উত্তরবঙ্গের ৬ জেলায় সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। রবিবার হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে। নিচু এলাকায় জল জমার প্রবল আশঙ্কা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–