Saturday, August 23, 2025

নতুন বার্তা শিল্প-বিনিয়োগে? আদানির সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে নবান্নে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে।প্রসঙ্গত হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্কের শীতলতা দেখা দিয়েছিল। বিশেষত তাজপুর গভীর সমুদ্রবন্দর প্রকল্পে আদানিদের বরাত বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্তে সেই দূরত্ব আরও স্পষ্ট হয়। ঠিক সেই আবহেই এই বৈঠককে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

বিশেষ সূত্রে খবর, এ দিনের বৈঠকে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প এবং বন্দর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, এই তিনটি ক্ষেত্রে আগামী দিনে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।নবান্ন সূত্রে বৈঠককে ‘অত্যন্ত সদর্থক ও ফলপ্রসূ’ বলে ব্যাখ্যা করা হয়েছে। রাজ্যের শিল্পোন্নয়ন অভিযানে মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা ও পরপর একাধিক কর্পোরেট সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরনের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই এবার আদানির সঙ্গে বৈঠক শিল্প মহলের কাছে তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেতৃত্বের দাবি, “বাংলা এখন শিল্পের নতুন গন্তব্য। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা ও পরিকাঠামোগত উন্নয়নের প্রতি জোর—এই সবকিছুই বড় বিনিয়োগকারীদের আস্থা ফেরাচ্ছে।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দক্ষিণবঙ্গের কয়েকটি প্রকল্পে আগ্রহী আদানি গোষ্ঠী এই বৈঠকের মাধ্যমে ফের সক্রিয় হতে চলেছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন- দু’দিনে সাড়ে চার লক্ষ মানুষের অংশগ্রহণ, বিপুল সাড়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...