বৃষ্টি ভেজা বুধের সকালে খাস কলকাতার রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চাঁদনী চক মেট্রো স্টেশনের (Chandni Chowk Metro Station) বাইরে একটি ভ্যান রিক্সার মধ্যে দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ (Bowbazar Police Station)। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেয়ার স্ট্রিট থানার কাছে রিক্সার উপর মৃতদেহ পড়েছিল। বিষয়টা নজরে আসতেই দ্রুত বউবাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান অসুস্থতার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও খুনের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে অন্য কোথাও খুন করার পর চাঁদনী চকের কাছে দেহ ফেলে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–