মাঠেই ছিল তার জীবন, তাই হয়তো সেই মুহূর্তটাও ট্রেনিং সেন্টারেই অতিবাহিত করলেন। মঙ্গলের সকালেও ভাবতে পারেননি আর কোনওদিন সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই দেখা হবে না। কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ। প্রয়াত মুম্বাই সিটির প্রাক্তন কোচ তথা পর্তুগিজ কিংবদন্তি জর্জে কোস্তা (Jorge Costa)। শোকপ্রকাশ করছে আইএসএল (ISL) এবং মুম্বই সিটি-ও। প্রিয় কোচের প্রয়াণে আবেগে ভাসলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), সোশ্যাল মিডিয়ায় লিখলেন ‘বিদায় জর্জে কোস্তা’।

ক্লাব সূত্রে জানা গেছে, ওলিভালে ট্রেনিং সেন্টারে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন ৫৩ বছরের প্রাক্তন ফুটবলার। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্রথমে ফুটবলার ও পরে কোচ হিসাবে বিশ্ব ফুটবলে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। খুব স্বাভাবিকভাবেই শোকের ছায়া ফুটবল মহলে।

২০০৪ সালে জর্জের অধিনায়কত্বে পর্তুগালের ক্লাব জোসে মোরিনহোর পোর্তো চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়। ইউরোপের প্রথম সারির ক্লাবগুলিকে টেক্কা দিয়ে যেভাবে দলকে পরিচালনা করেছিলেন তিনি, তা নিঃসন্দেহে শিক্ষনীয় ও প্রশংসাযোগ্য। দেশের জার্সিতে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ জেতেন তিনি। সিনিয়র দলের হয়েও পঞ্চাশটি ম্যাচ খেলেছেন। কোস্তা ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। পর্তুগালের ক্লাবের হয়ে উয়েফা কাপ, ইন্টার কন্টিনেন্টাল কাপ, ঘরোয়া লিগ-সহ মোট ২৪টি ট্রফি জেতেন তিনি। ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর পর্তুগালের ব্রাগা, রোমানিয়ার সিআরএফের মতো ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত আইএসএলে মুম্বই সিটি এফসি-র (Munbai City FC) কোচিংও করেছেন। মৃত্যুর সময় ছিলেন এফসি পোর্তোর ‘ডিরেক্টর অফ ফুটবল’ পদে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মোরিনহো বলেন “কোস্তা শুধু ক্যাপ্টেন নয়, ছিল প্রকৃত নেতা।” দেশের জার্সি গায়ে জর্জে কোস্তা (Jorge Costa) পর্তুগাল ফুটবল দলকেও নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ ফুটবল প্রেমীদের।

–

–

–

–

–

–

–
–
–
–
–
–