চাহালের নতুন বান্ধবী! সোশ্যাল মিডিয়া জুড়ে নানান গুঞ্জন

Date:

Share post:

ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে শুরু হয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে তাঁর সঙ্গে এক মহিলাকে বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়ার পর থেকেই আরম্ভ হয়েছিল নানান গুঞ্জন। কে সেই রহস্যময়ী নারী তা নিয়েই ছিল নানান গুঞ্জন। যদিও এরপরই চাহালের নতুন বান্ধবীর পরিচয় সকলের প্রকাশ্যে আসেন। রেডিও জকি হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ইনফ্লুয়েন্সার আরজে মহাভাস (RJ Mahavas)। তবে কী সত্যিই ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন যুজবেন্দ্র চাহাল। সেই প্রশ্নের উত্তর না মিললেও দিনে দিনে কিন্তু মহাভাসকে নিয়ে চর্চা ক্রমশই বাড়ছে।

এবার ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচেই প্রথমবার একসঙ্গে দেখা যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মহাভাসের। এরপর থেকে আরজে মহাভাসকে (RJ Mahavas) নিয়ে সকলের কৌতূহল বাড়তে থাকে। কয়েকদিন আগে বিমান বন্দরেও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাদের নতুন সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তারা নাকি গোপনে ডেটিংও করছেন। যদিও তারা একেবারেই তা স্বীকার করেননি।

তবে প্রধান প্রশ্ন হল কে এই আরজে মহাভাস। তাঁর সম্পত্তির পরিমান নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। খোঁজ নিয়ে জানা গেল, রেডিও জকি হিসাবে যাত্রা শুরু করেছেন তিনি। ৯৮.৩ এফএমে কাজ করতেন তিনি। সেখান থেকেই তাঁর পরিচিতি। এছাড়া ইউটিউবেও তাঁর একটি জনপ্রিয় চ্যানেল রয়েছে। সেখানেই ইনফ্লুয়েন্সার হিসাবেও তাঁর বিরাট জনপ্রিয়তা রয়েছে। তাঁর ফলোয়ারও রয়ছে কয়েক মিলিয়ন।

গুগল থেকে পাওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাভাস এই মুহূর্তে ৩৫ লক্ষ টাকার মালিক। এছাড়াও তাঁর প্রতি মাসের বেতন ৭০ থকে ৮০ হাজার টাকা। এছাড়া ফিল্ম প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়ছেন তিনি।

এর আগে ধনশ্রীর ডান্স ক্লাসে তাঁর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। সেই সম্পর্ক ছিন্ন হওয়ার পর এবার এক নতুন সম্পর্কে জড়িয়েছন চাহাল?  তাদের একসঙ্গে পঞ্জাব কিংসের গাড়িতেও দেখা গিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...