টেস্ট থেকে তো অবসর নিয়েছেন। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের শেষ টেস্টের জার্সিটা কোথায়। এই নিয়েই ভক্তদের মধ্যে নানান কৌতূহল জেগেছিল। অবশেষে সেটাই এবার জানা গেল। পাওয়া গেল বিরাট কোহলির (Virat Kohli) শেষ টেস্ট জার্সি। বিরাট কোহলির বাড়িতে নেই। সেই জার্সি সাজানো রয়েছে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বাড়িতে। আর সেই ছবি দেখেই কার্যত হতবাক সকলে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপরই আইপিএল চলার মাঝে টেস্ট ফর্ম্যাট থেকে হঠাৎই অবসর নিয়ছিলেন বিরট কোহলি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে সেই জার্সি বিরাট কোহলির থেকে উপহার হিসাবে পেয়েছিলেন মহম্মদ সিরাজ। সিরাজের নাম লিখেই সেই জার্সি দিয়েছিলেন ভারতীয় দলের কিংবদন্তী ক্রিকেটার।

তখন অবশ্য মহম্মদ সিরাজ জানতেনও না যে এটাই বিরাট কোহলির শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। সিরাজ বরাবরই কোহলির অত্যন্ত প্রিয়। তাঁকে মিঞাঁ বলেই ডাকেন বিরাট কোহলি। সেই কোহলির জার্সি যে সিরাজের ঘরে বাঁধানো থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেটা সকলে জানত না।

ইংল্যান্ড থেকে ফেরার পরই সাংবাদিকরা গিয়েছিলেন মহম্মদ সিরাজের বাড়িতে। সেখান থেকেউ উদ্ধার হয় বিরাট কোহলির শেষ টেস্ট জার্সি। যা কিনা সিরাজের ঘরের দেওয়ালে বাঁধানো রয়েছে অতি যত্নে।

–

–

–

–
–

–

–