Friday, November 14, 2025

ব্যর্থতা ঢাকতে ফিফার ঘারে দোষ চাপাচ্ছেন কল্যাণ!

Date:

Share post:

ব্যর্থতা ঢাকতে এবার ফিফার ঘারে দোশ চাপাচ্ছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ঘোষণা হলেই ফেডারেশন (AIFF) সভাপতির পদও হারাতে পারে। তাঁর সময়ে ভারতীয় ফুটবলের চূড়ান্ত অবনতি। এমন পরিস্থিতিতে নিজে বাঁচতে ফিফার ঘারেই সমস্ত দায় চাপাচ্ছেন এআইএফএফ-র সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর যুক্তি ফিফার নিয়মের জেরেই নাকি ভারত ক্রমশই ফিফা ক্রম তালিকায় নীচে নেমে যাচ্ছে।

ফেডারেশন সভাপতি যুক্তি দিচ্ছেন, ফিফা র্যাঙ্কিং দেখার ঠিক করার সময় কোনও দলের অতীত পরিসংখ্যান দেখা হচ্ছে। এর ফলেই পয়েন্ট যোগ বিয়োগ হচ্ছে। কোন দল কতগুলো ম্যাচ খেলল। কার কার বিরুদ্ধে খেলল। তাদের ক্রম তালিকায় কোথায় এই সমস্ত কিছুই দেখা হচ্ছে। তাই আমরা নেমে যাচ্ছি। যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময় আমরা ছিলাম ৯৯ নম্বরে। কিন্তু এখন আমরা ১৩৩ নম্বরে।

কল্যাণ চৌবে (Kalyan Chaubey) নিজের মতো যুক্তি দিলে আদৌ কী তা সঠিক। কারণ তিনি ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকেই পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামতে শুরু করেছে। তাঁর আমলেই ঈগর স্টিমাচের সঙ্গে ঝামেলা শুরু এবং এরপর প্রাক্তন বিশ্বকাপারের চলে যাওয়া। এছাড়া কল্যাণ চৌবে দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় দল উজবেকস্তান, অস্ট্রেলিয়া এবং সিরিয়ার মতো দলের বিরুদ্ধে হেরে যায়। আর তাতেই যে পয়েন্ট তালিকায় তারা অনেকটা পিছিয়ে পড়ে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ গুলো ড্র করতে পারলেই র্যাঙ্কিং ধরে রাখত ভারত। যদিও তা হয়নি।

অন্যদিকে মানোলো মার্কুয়েজের আমলেও চূড়়ান্ত ব্যর্থ ভারতীয় দল। একনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি তারা। আসন্ন এশিয়া কাপেও ভারত পৌঁছতে পারবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। একের পর এক হারের ফলেই ফিফা ক্রম তালিকাতেও ক্রমশ পিছিয়ে পড়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে কল্যাণ চৌবের দিকেই বারবার উঠছে প্রশ্ন।

কারণ তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগ রয়েছে। ফেডারেশনের টাকা তছরুপ থেকে নানান অনৈতিক কাজ করার অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে তাঁর ফিফার দিকে কল্যানের আঙুল তোলা কিন্তু অনেকেই মেনে নিতে পারছেন না।

spot_img

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...