Tuesday, August 12, 2025

ভেঙ্গসরকারের প্রশ্নের মুখে বুমরাহ, আগরকর

Date:

Share post:

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র তিনটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি। সেই নিয়েই এবার প্রশ্ন তুললেন দিলীপ ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)। তাঁর মতে ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের জন্য আইপিএল না খেলাই উচিৎ ছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নির্বাচকদের মুকেশ আম্বানির সঙ্গে কথা বলারও বার্তা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে না খেলার কথা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। সেইসঙ্গে শেষ টেস্টে থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপরই জানা গিয়েছিল যে জসপ্রীত বুমরা নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন। এর ফলে আসন্ন এশিয়া কাপেও বুমরার খেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাঁকে কি আদৌ স্বমহিমায় পাওয়া যাবে এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে? সেই বুমরাকে নিয়েই এবার প্রশ্ন তুললেন ভেঙ্গসরকার। যখন তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যাই রয়েছে। সেইসঙ্গে কোমড়ের একটা সমস্যাও ভোগাচ্ছে বুমরাকে। সেক্ষেত্রে কেন তিনি দেশের থেকেও আইপিএলকে (IPL) বেশি গুরুত্ব দিলেন। সেই নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন ভেঙ্গসরকার (Dilip Vengsarkar)।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে জসপ্রীত বুমরার দেশের কথাই আগে ভাবা উচিৎ ছিল। সেই জন্য আইপিএলে না খেলার সিদ্ধান্তই নিতে পারতেন তিনি। ভেঙ্গসরকার জানিয়েছেন, “তাঁর ওয়ার্কলোডের সমস্যা এবং ইংল্যান্ড বনাম ভারত টেস্টের গুরুত্ব বিচার করে আইপিএল থেকে সরে দাঁড়ানোই উচিৎ ছিল বুমরার। বুমরার মতো একজন বোলারকে সম্পূর্ণ সুস্থভাবে পাওয়াটা এমন একটা সিরিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি নির্বাচক হতাম তবে মুকেশ আম্বানির সঙ্গে্ কথা বলে বোঝাতাম যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা খেলা আইপিএলের থেকেও কতটা গুরুত্বপূর্ণ”।

শুধুমাত্র বুমরাহ নয়, অজিত আগরকরকেও প্রশ্নের মুখে ফেলেছেন দিলীপ ভেঙ্গসরকার। তাঁর মতে নির্বাচক হিসাবে অতিজ আগরকরের উচিৎ ছিল মুকেশ আম্বানির সঙ্গে কথা বলার। যদিও তেমনটা হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek...

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ...

নিউইয়র্কে পালিত হবে ‘ইন্ডিয়া ডে’, নারী শক্তির বন্দনায় কলকাতার শিল্পীরা

নিউইয়র্কের (New York) ৪৪ তম 'ব্যাটারি ডান্স ফেস্টিভ্যালে' (Battery Dance Festival) এবার উদযাপিত হবে ভারতের স্বাধীনতা দিবস। থিমের...