Wednesday, December 3, 2025

ক্যাট কুমার! এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে

Date:

Share post:

কুকুর, ট্র্যাক্টর সেসব এখন অতীত। এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম ‘ক্যাট কুমার’ (Cat Kumar)। বাবার নাম ‘ক্যাটি বস’ (Catie Boss) এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। এই আবেদন নজরে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কৌশল প্যাটেলকে নির্দেশ দিয়েছেন নাসরিগঞ্জ (Nasirgunj) থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে।

কিছুদিন আগেই বিহারে (Bihar) একই ধরনের দুটি ভুয়ো আবেদন জমা পড়েছিল। একটিতে পাটনা (Patna) জেলার মাসৌঢ়ি সার্কেলের অধীনে এক পঞ্চায়েতের আবেদনকারীর নাম ছিল ‘ডগ বাবু’ এবং অন্যটিতে ‘সোনালিকা ট্র্যাক্টর’। এই ভুয়ো আবেদনগুলির ঘটনায় তদন্ত শুরু হয় এবং সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়। সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারের পর অতিরিক্ত ধারাও যোগ করা হবে বলে জানা গিয়েছে।

‘বিহার রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এর আওতায় রাজ্যের বাসিন্দারা অনলাইনে বাসিন্দা শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখানে নির্দিষ্ট নথিপত্র যাচাই করে তবেই সংশ্লিষ্ট আধিকারিকরা শংসাপত্র জারি করেন। তাই স্বাভাবিকভাবেই বারংবার এহেন ঘটনায় গোটা ব্যবস্থার ওপরই প্রশ্ন উঠেছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শংসাপত্রের জন্য আবেদন জমা পড়ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ও ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে একাধিক অভিযোগের মধ্যেই বিহারে আরো একবার প্রশাসনিক ব্যর্থতা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়েই। বিহারে SIR শুরু করার পর থেকে বেশ কয়েকবার এমন ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর পরেই বিশেষ নিবিড় সংশোধনীর বিরোধিতা করে দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...