প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন ‘আদিপুরুষ’ অভিনেতা প্রভাস (Prabhas)। সুপারস্টার অবশ্য এ ব্যাপারে নিজে কিছু জানান নি। তবে বিনোদন সূত্র বলছে, প্রভাসের কাকিমা নাকি ইতিমধ্যেই আভাস দিয়ে দিয়েছেন, ‘শিবের আশীর্বাদ পেলে অভিনেতা বিয়ে করবেন। পরিবারের সবাই প্রস্তুত, আশা করি কিছুদিনের মধ্যেই সেই শুভ সংবাদ সবাই শুনতে পাবেন সকলে।’


দক্ষিণী সিনে জগতে প্রভাসের প্রেম কিংবা বিয়ে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। কখনও অনুষ্কা শেট্টি (Anushka Shetty) তো কখনও কৃতি শ্যাননের সঙ্গে ‘বাহুবলী’র সম্পর্কের বিষয়ে কানাঘুষো শোনা গেছিল। যদিও বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াইনি। তবে অনুষ্কাকে নিয়ে আলোচনা থামেনি। চলতি বছরের জানুয়ারিতেই দক্ষিণী সিনেমা বিশ্লেষক মনোবালা বিজয়বালনের একটি পোস্ট থেকে জল্পনা বাড়তে থাকে । এবার প্রভাসের পরিবারের তরফ থেকেও ইঙ্গিত পাওয়া গেল। তাহলে কি অভিনেত্রী অনুষ্কার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রভাস? যদিও এই সম্পর্ক নিয়ে তারকা যুগল প্রকাশ্যে কিছু বলেননি। তবে মনে করা হচ্ছে, সম্ভবত এই বছরই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এখন অপেক্ষা, কবে অভিনেতা নিজে এই বিষয়ে মুখ খোলেন।


–

–

–

–

–

–

–
–
–

