কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

Date:

Share post:

বাংলা এবং বাংলার শিল্পায়ন নিয়ে বিজেপির কুৎসা অব্যাহত। বাংলায় নাকি শিল্প আসছে না বরং চলে যাচ্ছে। কেন্দ্রের তথ্য দিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল।রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, সম্প্রতি সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে কর্পোরেট বিষয়ক মন্ত্রককে জানতে চাওয়া হয়েছিল ২০১১ সালে বাংলায় ক’টি রেজিস্ট্রার্ড কোম্পানি ও তাদের অফিস ছিল। ২০২৫ সালেই বা সে তথ্য কী। কেন্দ্রের জবাব ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস ছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৫৬টি। ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩৪৩টি। অর্থাৎ প্রায় ১ লক্ষ ১৫ হাজার রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস বেড়েছে বাংলায়। এই সংখ্যা কী প্রমাণ করে? কোম্পানি এবং অফিস তৈরি হয়েছে ব্যবসা করার জন্যই। তথ্য প্রমাণ করছে বাংলা বাড়ছে শুধুই নয় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রের কাছে প্রশ্ন ছিল গত ৬ বছরে নতুন ক’টি কোম্পানি বাংলায় এসেছে? জবাবে জানানো হয়েছে, ৪৪ হাজার ৪০টি কোম্পানি। আর বাংলা থেকে চলে গিয়েছে মাত্র ১হাজার ৭৪২টি কোম্পানি।

কেন্দ্রের দেওয়া তথ্যতেই স্পষ্ট, বাংলায় শিল্পায়নের গতিপথ কতটা ঊর্ধ্বমুখী। বিজেপি রাজনীতি করতে গিয়ে যে মিথ্যাচার করছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের দেওয়া তথ্যেই। শিল্প বৃদ্ধি শুধু নয়, গোটা দেশের নজরকাড়া লগ্নি হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী নেতৃত্বে শুধু দেশ নয় বিদেশের লগ্নিও ক্রমাগত আসছে। আর তা সম্ভব হয়েছে রাজ্যে শিল্পনীতির কারণেই। তৃণমূলের জবাব বিজেপিকে বারবার কেন্দ্রীয় তথ্যেই বাংলার এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। বাংলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। মানুষকে প্রকৃত তথ্য জানান।

 

spot_img

Related articles

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...

আলিপুরদুয়ারে নিজে হাতে ত্রাণ দিলেন মুখ্যমন্ত্রী: সংবর্ধিত সাহসীরা

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে রবিবার ফের পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে পরিস্থিতি সম্পর্কে প্রশাসনিক আধিকারিকদের...