শুক্রবার দেশজুড়ে পালিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেশমাতৃকাকে শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “প্রতিবারের মতো এবারেও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব। স্মরণ করব পূর্বপুরুষদের, যাঁদের কঠিন সংগ্রাম ও আত্মত্যাগে এই স্বাধীন দেশের জন্ম। স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে ছিলেন বাংলার বিপ্লবীরা। ফাঁসির মঞ্চে, আন্দামানের কারাগারে তাঁরা প্রাণ দিয়েছেন। অথচ আজ সেই বাংলা ও বাঙালিকেই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্বেষের শিকার হতে হচ্ছে।”

এই প্রসঙ্গে ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষের ওপর ফের নানান অছিলায় আক্রমণ নেমে আসছে। ভোটার তালিকা সংশোধনের নামে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর মতে, এই আবহে স্বাধীনতা দিবসের গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলুন যারা স্বাধীনতাকে খর্ব করতে চায়। প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের স্বাধীনতা আনতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রণাম ও কুর্নিশ। শেষে মুখ্যমন্ত্রী জুড়ে দেন— জয় হিন্দ!বন্দেমাতরম্! জয় বাংলা!

আরও পড়ুন – দিনভর দেব ঝড়: পেজ থেকে ধন্যবাদ ভানুর, ধূমকেতু ২-এর অপেক্ষা শুরু দর্শকদের

_

_

_

_

_

_

_

_