শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার মাস্টার মাইন্ড: লাদেনের ভূমিকায় ‘কৃতি’ হিন্দোল

Date:

Share post:

শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পিত হামলার মাস্টারমাইন্ড হিন্দোল মজুমদারকে দিল্লি বিমান বন্দর থেকেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। শুক্রবার তাঁকে আলিপুর বিশেষ আদালতে পেশ করা হলে আদালত চারদিনের পুলিশ হেফাজতের (police remand) নির্দেশ দেয়। কীভাবে স্পেনে বসে পরিকল্পিত হামলার ছক কষার সঙ্গে যুক্ত ছিল হিন্দোল, জিজ্ঞাসাবাদ করে প্রকাশ করবে তদন্তকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কৃতি (scholar) ছাত্রের গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে ওঠা প্রশ্নের কড়া জবাবও দিল বাংলার শাসকদল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের সঙ্গে তুলনা করে হিন্দোলের কৃতিত্বের অভিযোগ তোলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছরের মার্চ মাসে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের হামলার মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। গাড়ির কাঁচ ভেঙে আহত হন মন্ত্রী। এরপরই ঘটনায় একাধিক পড়ুয়াকে গ্রেফতার করে তদন্ত চালায় কলকাতা পুলিশ। সেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে যাদবপুরের ফার্মাসির বি-টেক হিন্দোল মজুমদারের যোগ।

আরও পড়ুন: ভেঙে পড়ল দরগার ছাদ, দিল্লিতে চাপা পড়ে মৃত একাধিক

পুলিশের দাবি, যাদবপুরের প্রত্যক্ষ হামলাকারীদের মোবাইল মেসেজের সূত্রেই হিন্দোলের যোগ পাওয়া যায়। তথ্যপ্রমাণের ভিত্তিতে হিন্দোলকে গ্রেফতারের পরও স্পেনে গবেষণারত পড়ুয়ার গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে ওঠা প্রশ্নের জবাব দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, লাদেনও কৃতি ছাত্র ছিল। যেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল সেদিন লাদেনও (Osama Bin Laden) সেখানে ছিল না। যে কৃতি (scholar) ছাত্র তার কৃতিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। কিন্তু সে যদি ফোন করে মেসেজ করে এটা করো, ওটা করো, পুলিশের কাছে যদি সেই তথ্য প্রমাণ থাকে, তাহলে পুলিশ অ্যাকশন নেবে। আপনি কৃতি মানে অপরাধ করবেন, আর পুলিশ পদক্ষেপ নিতে পারবে না। তেমন তো কোনও আইন নেই। তাহলে আইনের সংশোধন করে কৃতিদের জন্য নম্বরের সঙ্গে অপরাধ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করে দিতে হবে।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...