কয়েকদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ। ব্যাবসায়ী পরিবারের মেয়ে সানিয়া চন্দোকের (Sania Chandhok) সঙ্গে বাগদান পর্ব সেরেছেন অর্জুন (Arjun Tendulkar)। সেই নিয়ে জোর চর্চা এখন নেটিজেনদের মধ্যে। কিন্তু জানেন কি এখন থেকে তিন বছর আগে একজনের সঙ্গে ডেটে গিয়েছিলেন সচিন (Sachin Tendulkar) পুত্র। তবে সে কিন্তু সানিয়া ছিলেন না। তবে কে ছিলেন অর্জুন তেন্ডুলকরের সেই বান্ধবী। তা নিয়েও কিন্তু বেশ হৈচৈ পড়ে গিয়েছিল।

২০২২ সালে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সেখানেই এক বান্ধবীর সঙ্গে রেস্তোঁরায় ডিনার ডেটে গিয়েছিলেন সচিন পুত্র। সেই ছবি সচিন পুত্রের ডেট পার্টনারই আবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছিলেন। তা নিয়েও কিন্তু বেশ জল্পনা হয়েছিল সেই সময়। আবার সেই সময় অর্জুন তেন্ডুলকর ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও।

কৌতূহল ক্রমশই বাড়ছিল। যদিও সেই পরিচয় নিজেই দিয়েছলেন অর্জুনের বান্ধবী। তিনি আর কেউ নন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের তারকা ড্যানি ওয়াট। ইংল্যান্ডে ছুটি কাটানোর সময় তাঁর সঙ্গেই ডেটে গিয়েছিলেন সচিন পুত্র। অনেকেই সেই সময় বলতে শুরু করেছিলেন সচিনের ঘরে এবার ব্রিটিশ বৌমা আসছে।

যদিও শেষপর্যন্ত তা হয়নি। ড্যানি তাঁর সমকামী পার্টনারের সঙ্গেই বাগদান সারেন। সেটা হয়েছিল ২০২৩ সালে। তার প্রায় দুই বছর পর এবার বাগদান সারলেন সচিন পুত্র। অর্জুনও।

–

–

–

–

–

–

–