ছত্তিশগড়ে ফের আইইডি বিস্ফোরণ (IED explosion in Chattisgarh)। শহিদ জওয়ান। জখম আরও ৩। মাওবাদী দমন অভিযান চলা সত্ত্বেও নাশকতা চালাচ্ছে তারা। সোমবার সকালে ইন্দ্রবতী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাওবাদী দমন অভিযানে বেরিয়েছিল ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (District Reserve Guard, Chattisgarh Police) । ওই এলাকায় মাওবাদীদের আইইডি পুঁতে রেখেছিল। ঘটে আইইডি বিস্ফোরণ। মৃত্যু হয় দীনেশ নাগ নামে এক জওয়ানের। গুরুতর জখম ৩ জওয়ানের চিকিৎসা চলছে।

গত কয়েকমাস ধরে মাওবাদী দমন অভিযান চললেও এখন পর্যন্ত তাদের শিকড় উপড়ে ফেলা সম্ভব হয়নি। ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে মাওবাদমুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে বহু মাওবাদী যারা আত্মসমর্পণ করেছে। অনেক মাওবাদী পুলিশের গুলিতে নিকেশ হয়েছে।

–

–

–

–

–

–

–

–
