Wednesday, August 20, 2025

বাদ পড়লেন শ্রেয়স, আগরকরের যুক্তি শুনে সকলে হতবাক

Date:

Share post:

আইপিএলে চূড়ান্ত সফল। গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের প্রধান কারিগড়। কিন্তু এরপরও এশিয়া কাপের (Asia Cup) দলে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই দল দেখেই হতবাক হয়েছে সকলে। সেইসঙ্গে অজিত আগরকরের (Ajit Agarkar) আবার অবাক করা যুক্তি। যা কার্যত কেউই সেভাবে বুঝে উঠতে পারছেন না। আগরকরের (Ajit Agarkar) যুক্তি এই বাদের পিছনে নাকি কারোরই কোনও দোষ নেই।

গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সেরা পারফর্মার ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সর্বোচ্চ রানের মালিকও ছলেন তিনিই। কিন্তু সেই শ্রেয়স আইয়ারই এবার বাদ পড়েছেন ভারতের এশিয়া কাপের স্কোয়াড থেকে। আর সেই সিদ্ধান্তই বহু প্রশ্ন তুলে দিচ্ছে। বারবার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) কেন বাদ দেওয়া হচ্ছে ভারতীয় দল থেকে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও এর পক্ষে অজিত আগরকরও তাঁর মতো করে একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই যুক্তি অনেকেই যেন মেনে নিতে পারছেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানও করেছিলেন তিনিই। এরপর আইপিএলের মঞ্চেও শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। কিন্তু সেই পারফরম্যান্সটাও শ্রেয়সকে ভারতীয় দলে সুযোগ করে দিতে পারল না। তাঁকে নাকি এখনও অপেক্ষা করতে হবে। বলছেন অজিত আগরকর।

সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর জানিয়েছেন, “শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে এটা সত্যিই দূর্ভাগ্যের। আমাকে একটা কথা সকলে এই দলে শ্রেয়স আইয়ার কার পরিবর্ত হিসাবে খেলবেন। এখানে না তাঁর কোনও দোষ আছে না আমাদের কোনও দোষ আছে। আমরা মাত্র ১৫ জনকেই স্কোয়াডে নিতে পারতাম। অর্থাৎ শ্রেয়স আইয়ারকে অপেক্ষাটা করতেই হবে”।

অজিত আগরকরের এমন কথাটাই সকলকে বেশ হতবাক করছে। একসময় যে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্ব দেওয়ার কথা হচ্ছিল, সেই শ্রেয়সই নাকি এখন দল থেকে বাদ পড়েছেন। এই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা এখন তুঙ্গে।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...