Wednesday, August 20, 2025

DHFC-কে সমীহ করলেও সেমিফাইনালে আত্মবিশ্বাসী অস্কার

Date:

Share post:

ডুরান্ডে ডার্বি জয়ের পর এবার সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ধারেভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ শিবরকে সমীহই করছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তাঁর মতে ডার্বি জয়ের পরের ম্যাচটা বরাবরই কঠিন হয় দলের জন্য। এছাড়াও ফুটবলারদের আত্মতুষ্টি যাতে না হয় সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন লাল-হলুদ শিবিরের হেডস্যার। ডুরান্ড কাপ জয়ের থেকে ইস্টবেঙ্গলের দুরত্ব এখন মাত্র দুটো ম্যাচের।

চলতি ডুরান্ড কাপে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কোয়ার্টার ফাইনালে চির প্রতদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলেছে তারা। এবার সামনে কিবু ভিকুনার (Kibu Vicunha) ডায়মন্ডহারবার এফসি। তাদের দলেও বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া তাদের একজন বিদেশি স্ট্রাইকারকে নিয়েও খানিকটা চিন্তা করছেন অস্কার।

ম্যাচের আগের দিন ইস্টবেঙ্গল কোচ জানিয়েছেন, আত্মতুষ্টির কোনওরকম জায়গা নেই আমাদের। আমি জানি ডায়মন্ডহার এফসিতেও কয়েকজন আইএসএল খেলা ফুটবলার রয়েছেন। এছাড়া ওদের ভালো বিদেশি ফুটবলার রয়েছেন। অবশ্যই তাদের আমরা সমীহ করছি। এছাড়া ডায়মন্ডহারবারের কোচ অভিজ্ঞ, সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে।

এই ম্যাচে অবশ্য হামিদ খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে নিশ্চয়তা কিছু নেই। গত ম্যাচে চোট লেগেছিল তাঁর। তাঁকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি অস্কার নেবে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...