উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই অস্বস্তিতে কেন্দ্র। সংসদে লিখিত প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী যা উত্তর দিলেন, তাকে বলা যেতে পারে ‘ধরি মাছ না ছুঁই পানি’।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীর সুকৌশলে এড়িয়ে যাওয়া উত্তর, ওটা উত্তরপ্রদেশ সরকার জানে। বিস্মিত ঋতব্রতর প্রশ্ন, এ কেমন কথা। বিশ্বকবি পাঠ্যবইতে আছেন কি না, তা জানে না ডবল ইঞ্জিন সরকার। তৃণমূল সাংসদের মন্তব্য, আসলে রবীন্দ্রনাথকে ভয় পায় বিজেপি। বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিজেপি যে যুদ্ধ ঘোষণা করেছে, তারই পরিণতিতে উত্তর প্রদেশের ইংলিশ টেক্সটবুক থেকে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের হোম কামিং। এর তীব্র নিন্দা করেছেন ঋতব্রত।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত

_

_

_

_

_

_

_

_