Wednesday, August 27, 2025

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

Date:

Share post:

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)। ঘটনায় আহত হয়েছেন প্রবীণ আইনজীবীও। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) মামলার রুজু করা হয়েছে। তবে, বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার জানান, ঘটনায় আক্রান্ত পুলিশও। দু তরফেই অভিযোগ দায়ের হয়েছে।

সল্টলেকের (Salt Lake) এ কে ব্লকে প্রাক্তন বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায়ের ছেলে মনুজেন্দ্র নারায়ণ রায় ও তাঁর ছেলে সৌরীন্দ্র নারায়ণ রায়ের মধ্যে বুধবার রাত সাড়ে দশটার পরে বাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ি নিয়ে আসা নিয়ে কথা হচ্ছিল। গাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ সাদা পোশাকে থাকা দুই ব্যক্তি সৌরীন্দ্রকে ধরে  জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু তাঁরা নিজেদের পরিচয় দেননি। কারণ জিজ্ঞাসা করলে অকারণে ভয় দেখিয়ে হঠাৎ আক্রমণ শুরু হয় বলে অভিযোগ। সৌরীন্দ্রর অভিযোগ, তাঁকে ঘুষি মেরে গলা চেপে ধরা হয়। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এরপরই ASI তুষার চন্দ্র কুমার তাঁকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকেন। মনুজেন্দ্র ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে বাঁচাতে গেলে তিনিও হামলার শিকার হন। অভিযোগ, তাঁকেও লাথি মেরে ফেলে দেওয়া হয়। হামলায় তাঁর বাঁ দিকের পেলভিক হাড়ে চিড় ধরা পড়েছে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসধীন।

এর পরেই হোম সেক্রেটারি, পুলিশ কমিশনার ও বিধাননগর ইস্ট থানায় লিখিত অভিযোগ জানান সৌরীন্দ্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবারই দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।

এই বিষয়ে বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার জানান, সল্টলেকে অনেক চুরির ঘটনার অভিযোগ পাওয়া যায়। সেই কারণে পুলিশি চেকিং চলে। সন্দেহভাজন কাউকে দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদ করার অধিকার কর্তব্যরত পুলিশ কর্মীর আছে। সেই মতোই জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত চলছে।

spot_img

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...