মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি পায়রা জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) আরএস পুরা সেক্টরে নাগাল পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পায়রার (pigeon) পা থেকে উদ্ধার হল গুরুত্বপূর্ণ বিস্ফোরণের তথ্য।

বৃহস্পতিবার সকালে ভারত পাকিস্তান সীমান্তের আরএস পুরা (RS Pura) সেক্টর এলাকার কাঠমারিয়া পোস্ট এলাকায় একটি পায়রাকে আটকায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। পায়রার পায়ে বাধা চিটে আইইডি বিস্ফোরণের (IED blast) ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইংরেজি ও উর্দুতে তথ্যের আদান প্রদান হচ্ছিল বলেই গোয়েন্দাদের অনুমান।

চিরকুটটিতে উল্লেখ রয়েছে জম্মু রেলওয়ে স্টেশনের নাম। আর এই ঘটনার পরেই ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হয় জম্মু রেলস্টেশনের নিরাপত্তা। সজাগ করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশকেও।

আরও পড়ুন: নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

উর্দুতে সেই চিরকুটে উল্লেখ করা হয়েছে হিংসাত্মক বার্তা। যার মধ্যে রয়েছে – ‘কাশ্মীর হামারা হ্যায়’, ‘ওয়াক্ত আ গ্যায়া হ্যায়, আ জায়েগা’ এরকম কথা। গোটা ঘটনার তদন্তে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।

–

–

–

–

–
