স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও BIS-সার্টিফায়েড পণ্যের মাধ্যমে তারা যাত্রী, শিশু ও পেশাদার রাইডারদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায়। সড়ক নিরাপত্তায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে, কলকাতায় নিরাপদ গতিশীলতার প্রতি মানুষের আস্থা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ প্যারাসেফ।

পূর্ব ভারতে সম্প্রসারণের অংশ হিসেবে প্যারাসেফ একটি সর্বাঙ্গিন সড়ক নিরাপত্তা প্রচার চালু করেছে। প্যারাসেফ বিশ্বাস করে – ‘নিরাপত্তা কোনো বিশেষাধিকারের নয়, বরং এটি একটি অধিকার’। কলকাতা প্যারাসেফ-এর সারাদেশব্যাপী যাত্রার একটি প্রধান কেন্দ্র হিসেবে উঠে আসছে, লক্ষ্য হল গতিশীলতার নিরাপত্তা-স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া। কারণ, স্বাধীনতার অর্থ শুধু চলাচলের সুযোগ নয়, বরং ভয়হীনভাবে চলাচল করার অধিকার।

উদ্বোধন উপলক্ষে প্যারাসেফ-এর সিইও রাজেশ পোদ্দার বলেন, ‘এই বাজার সম্প্রসারণ আমাদের জন্য শুধুমাত্র একটি মাইলফলক নয়, এটি প্যারাসেফ-এর সড়ক নিরাপত্তা নিয়ে অঙ্গীকার এবং এক বিপ্লব আনার লক্ষ্যকে আরও জোরালোভাবে তুলে ধরে।’

আরও পড়ুন: পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

২০৩০ সালের আগে প্যারাসেফ সড়ক দুর্ঘটনায় আহত এবং মৃত্যুর সংখ্যা ৫০% কমানোর লক্ষ্যে কাজ করছে, যা ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও-সহ বিভিন্ন পথচারীদের কাছে পৌঁছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং নিরাপদ সড়কের জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।

–

–

–

–

–
