অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময় ডাক বিভাগ ছবি-সহ ডিজিটাল প্রমাণ সংগ্রহ করবে। সেই তথ্য ছ’মাস ডাক বিভাগের কাছে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে নথি জমা পড়বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ফলে কোন ভোটারের হাতে কখন কার্ড পৌঁছল, তার স্পষ্ট রেকর্ড কমিশনের কাছে থাকবে।

সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও তার বিভাগের কর্তারা এবং সরস্বতী প্রেসের প্রতিনিধি। এতদিন পর্যন্ত ভোটার কার্ড ছাপা হয়ে প্রথমে আসত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে, সেখান থেকে জেলা স্তরে এবং তারপর স্থানীয় পোস্ট অফিস হয়ে পৌঁছত ভোটারের ঠিকানায়। এই দীর্ঘ প্রক্রিয়ায় সময় লাগত অনেক বেশি। একই সঙ্গে কার্ড ভুল ঠিকানায় পৌঁছে যাওয়া বা মাঝপথে হারিয়ে যাওয়ার অভিযোগও প্রায়শই উঠত। নতুন নিয়মে সরস্বতী প্রেস থেকে কার্ড ছাপা হওয়ার পর তা সরাসরি কলকাতার জিপিও মারফত ভোটারদের ঠিকানায় পাঠানো হবে। কমিশনের আশা, এই ব্যবস্থায় সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ভোটার কার্ড আবেদনকারীর হাতে পৌঁছে যাবে।

আরও পড়ুন – চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

_

_

_

_

_

_

_

_