Tuesday, August 26, 2025

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

Date:

Share post:

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে তৃণমূলের। এই আওয়াজ উঠল শনিবার জয় হিন্দ বাহিনীর ধর্না মঞ্চ থেকে। বিজেপি গো-হারা হারবে। আড়াইশোর বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সুরে কথা বললেন মঞ্চে থাকা বক্তারা। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)নির্দেশে গান্ধীমূর্তির পাদদেশে ভাষাসন্ত্রাস ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি চলছে। শনিবার কর্মসূচি করেছে জয় হিন্দ বাহিনী (Jai Hind Bahini)। কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় হিন্দ বাহিনীর ভোটার টিম এবং তার সর্বস্তরের কর্মীরা হাজির ছিলেন অবস্থান বিক্ষোভে। সেখানেই বক্তব্য রাখেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শশী পাঁজা, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়, অরূপ চক্রবর্তীরা। এছাড়াও বক্তব্য রেখেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকলেই একবাক্যে বলেছেন যেভাবে বাংলা ও বাঙালি-বিদ্বেষ চালিয়ে যাচ্ছে বিজেপি তার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে এবং এ লড়াই জারি রাখতে হবে।

মেট্রো উদ্বোধনে এসে টেলিপ্রম্পটার দেখে যেভাবে ভাঙা বাংলায় নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধেও আওয়াজ উঠেছে। এই মঞ্চ থেকে ফের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তৃণমূলের বক্তব্য, পরিযায়ী শ্রমিকরা যে যার রাজ্যে কাজ করবেন, অন্য কোনও রাজ্যে যাবেন না, হিম্মত থাকলে এই ঘোষণা করুন প্রধানমন্ত্রী। ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে যেভাবে সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূলের সাংসদেরা লড়াই প্রসঙ্গও উঠে আসে বক্তাদের কথায়। যেভাবে দেশে বিরোধীদের শূন্য করতে জেলে ভর্তির ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে বিজেপির তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা। এদিন মঞ্চস্থলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। মঞ্চে ছিলেন কাজরি বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার, স্বর্ণকমল সাহা, অরূপ চক্রবর্তী, কুমার সাহা, সন্দীপ বক্সি, রাজনারায়ণ ঘোষ-সহ আরও অনেকে।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...