Wednesday, August 27, 2025

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

Date:

Share post:

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। আওয়াজ পেয়ে পুলিশের (Police) খবর দেন এলাকায় বাসিন্দারা। পুলিশ গিয়ে পৌঁছনোর আগেই তরুণীর মৃত্যু হয় বলে খবর। ছাত্রীটি (College Student) আগে হালিশহরে থাকতেন। ইদানীং এই অঞ্চলে বসবাস করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আততায়ী যুবক তরুণীর পূর্বপরিচিত বলে প্রাথমিক তদন্তে অনুমান।

মৃত তরুণীর নাম ইশিতা মল্লিক। তিনি এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। কাঁচরাপাড়ার বাসিন্দা বছর ২৩-২৪-এর দেবরাজ সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন ইশিতা। সেই আক্রোশেই তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলে খবর। ইশিতার মা ও ভাই ঘটনার সময় বাড়িতেই ছিলেন। মায়ের জানান, দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন ওই তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে পালাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। মৃতার দাদু জানান, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরে আসার আগে ওই ছাত্রী কাঁচরাপাড়াতেই থাকতেন। ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই অনুমান। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, “মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।“ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে পুলিশ৷ শুরু হয় নাকা তল্লাশিও। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই শ্যুটআউট কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...