Monday, November 10, 2025

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

Date:

Share post:

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর এলাকার যুবক কোথা থেকে বন্দুক পেলেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাবা এনডিআরএফ-এ কর্মরত। বাড়িতে রয়েছে মা এবং বোন। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি করে খুন করার অভিযোগ দেশরাজের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই কাঁচড়াপাড়া- কৃষ্ণনগরের ২৪শে অগাস্টের একটি ট্রেন টিকিট উদ্ধার হয়েছে । এছাড়াও আততায়ী খুন করে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির মোবাইলে তাঁর ছবিও ধরা পড়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশের স্পেশাল টিম সূত্র ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি চালাচ্ছে। অভিযুক্তের উত্তরপ্রদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে মৃতার বাড়ি থেকে যুগলের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি উদ্ধার হয়েছে যা থেকে দুজনের প্রণয়ের সম্পর্কের বিষয়টা স্পষ্ট। দুজনে কাঁচড়াপাড়া এক স্কুলেই পড়াশোনা করেছেন। যদিও দেশরাজ ইশিতার থেকে বছর পাঁচেকের বড়। উচ্চ মাধ্যমিক শেষ করার পরেই ছাত্রী আবার ফিরে যান কৃষ্ণনগর। ভিক্টোরিয়া ল কলেজে ভর্তি হন। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে যে প্রেমের সম্পর্ক নিয়েই দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে সমস্যা বাড়ছিল। প্রেমিকার দূরের কলেজে ভর্তি হওয়া মেনে নিতে পারেননি দেশরাজ। এরপরই রীতিমতো পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে অনুমান। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...