Wednesday, August 27, 2025

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

Date:

Share post:

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর এলাকার যুবক কোথা থেকে বন্দুক পেলেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাবা এনডিআরএফ-এ কর্মরত। বাড়িতে রয়েছে মা এবং বোন। সোমবার, দুপুর আড়াইটে নাগাদ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি করে খুন করার অভিযোগ দেশরাজের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই কাঁচড়াপাড়া- কৃষ্ণনগরের ২৪শে অগাস্টের একটি ট্রেন টিকিট উদ্ধার হয়েছে । এছাড়াও আততায়ী খুন করে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির মোবাইলে তাঁর ছবিও ধরা পড়েছে। ইতিমধ্যেই জেলা পুলিশের স্পেশাল টিম সূত্র ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি চালাচ্ছে। অভিযুক্তের উত্তরপ্রদেশ পালিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে মৃতার বাড়ি থেকে যুগলের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি উদ্ধার হয়েছে যা থেকে দুজনের প্রণয়ের সম্পর্কের বিষয়টা স্পষ্ট। দুজনে কাঁচড়াপাড়া এক স্কুলেই পড়াশোনা করেছেন। যদিও দেশরাজ ইশিতার থেকে বছর পাঁচেকের বড়। উচ্চ মাধ্যমিক শেষ করার পরেই ছাত্রী আবার ফিরে যান কৃষ্ণনগর। ভিক্টোরিয়া ল কলেজে ভর্তি হন। এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে যে প্রেমের সম্পর্ক নিয়েই দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে সমস্যা বাড়ছিল। প্রেমিকার দূরের কলেজে ভর্তি হওয়া মেনে নিতে পারেননি দেশরাজ। এরপরই রীতিমতো পরিকল্পনা করে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে অনুমান। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

 

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...