Friday, November 14, 2025

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

Date:

Share post:

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল – রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম চর্চা হয় না। তবে এবার এক সিনেমায় পাঁচ প্রস্থেটিক মেকআপ-সহ ৭ লুকে অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) সকলকে অবাক করে দিয়েছেন। ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে সাইকোলজিকাল থ্রিলার ‘বহুরূপ’ (Bahurup) , যেখানে সাত চরিত্রে সাত ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে। বাংলা সিনেমায় (Bengali Cinema Industry) নজির গড়ার চ্যালেঞ্জ নিয়ে কী বলছেন সোহম?

  • প্রশ্ন: এক ছবিতে একসঙ্গে এতগুলো আলাদা চরিত্র শুনেই কি রাজি হয়েছিলেন ছবিটা করতে?
  • সোহম: আকাশ যখন আমার কাছে চিত্রনাট্য নিয়ে আসে প্রথমবার শোনার পর খুব ইন্টারেস্টিং মনে হলেও স্ক্রিপ্টের সবটা আমি তখন বুঝে উঠতে পারিনি। সাইকোলজিকাল থ্রিলার হলেও বেশ কঠিন মনে হয়েছিল। তখন বারবার স্ক্রিপ্টটা পড়ি। পড়তে পড়তে বিষয়টা বুঝতে পারি। এই ছবির ঘটনা বলুন বা চরিত্র একটার সঙ্গে আর একটা যুক্ত। আসলে ওরা চিত্রনাট্যটা একটু জটিল করে ফেলেছিল। তখন আমি আকাশকে বলি একটু ঘষামাজা করতে যাতে দর্শক ছবিটা বুঝতে পারে। তখন থেকেই মনে হয়েছিল খুব চ্যালেঞ্জিং হবে চরিত্রগুলোতে অভিনয়।

  • প্রশ্ন: এই ছবিতে প্রথমবার প্রস্থেটিক মেক আপ নিয়ে কোন কোন চরিত্রে অভিনয় করলেন?
  • সোহম: প্রস্থেটিক মেকআপে আমার পাঁচটা চরিত্র রয়েছে। একজন মাদারি যে বাঁদর খেলা দেখায়, একজন ট্রান্সজেন্ডার, একজন মহিলা, একজন ছৌ-নাচ শিল্পী ও একজন বৃদ্ধ। এছাড়া চার্বাক এবং ছবির যিনি নায়ক সুপারস্টার অভিমন্যু ব্যানার্জির চরিত্র।
  • প্রশ্ন: সাতটা লুকের প্রস্তুতি কী রকম ছিল?
  • সোহম: মেক-আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু আমার সব ক’টা লুক তৈরি করেছেন। এক-একটা সেট করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। শ্যুটিংয়ের দিন লোকেশনে গিয়ে বসে আলোচনা সেরে নিতাম তারপর ব্রেকফাস্ট করে ফেলতাম, কারণ একবার মেক-আপ হয়ে যাবার পর কিছু আর খাওয়া সম্ভব হত না। শুধু তেষ্টা পেলে স্ট্র দিয়ে একটু জল বা লস্যি খেতাম। শ্যুটিংয়ের পর মেক আপ তুলতেও প্রায় দেড়-দু’ঘণ্টা লেগে যেত। এবার ফ্রেশ হয়ে আবার কিছু খেয়ে একটু চোখে-মুখে জল দিয়ে আবার পরের লুকের জন্য বসে যেতাম।

  • প্রশ্ন: একদিনে কতবার মেক আপ বদল করতে হয়েছে?
  • সোহম: প্রথমে ঠিক হয়েছিল একদিনে একটাই লুকে শ্যুট হবে। এতে গোটা বিষয়টা আমার জন্য সহজ হত কিন্তু লোকেশনে পৌঁছে দেখি স্ক্রিপ্ট অনুযায়ী ওই লোকেশনে হয়তো দুটো কী তিনটে লুক ডিমান্ড করছে তখন সিদ্ধান্ত বদল করি। তা না হলে একটা লোকেশনে বারবার আসতে হলে ছবির বাজেট বেড়ে যেত অনেকটাই। সেটা সম্ভব নয় ফলে সিদ্ধান্ত বদলাতে হয়। এক একদিনে আমি দুটো, তিনটে করে লুকেও কাজ করেছি। প্রচণ্ড হেকটিক হয়েছে কিন্তু খুব এনজয় করেছি।

  • প্রশ্ন: একটা চরিত্র থেকে আর একটা চরিত্রে সেই সঙ্গে ভিন্ন লুক ও ভিন্ন অভিব্যক্তি— এই বদলটা কীভাবে আনলেন?
  • সোহম: এটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এই ছবিতে পারফর্মেন্সটাই সব। লুকটা সোমনাথদা করে দিলেন এবার সেই সত্তায় নিজেকে মেলে ধরাটা পুরো আমার দায়িত্ব ছিল। সুতরাং শ্যুটিং করতে গিয়েও বারবার স্ক্রিপটা পড়তে হয়েছে আমাকে। শটে যাবার আগে আকাশকে ডেকে নিতাম। ওর কাছেও চরিত্রটা সম্পর্কে ওঁর দৃষ্টিভঙ্গি জানতে চাইতাম। এমন-এমন কিছু দৃশ্য শ্যুট হয়েছে যে সেই দৃশ্যে কী করব সেটাই তখনও জানি না। মানে ভাবতে পারতাম না কীভাবে করব। কিন্তু ঠিক হয়ে গেছে। প্রপার হোমওয়ার্ক করতে হয়েছে। না হলে এত শেডে কাজ করা সম্ভব ছিল না। কতটা চ্যালেঞ্জ নিতে পেরেছি সেটা দর্শক বলবে।

  • প্রশ্ন: প্রথমবার ইধিকার সঙ্গে অভিনয় করে কেমন অভিজ্ঞতা?
  • সোহম: ইধিকা খুব ভাল পারফর্মার। ভাল কাজ করছে। আমার প্রোডাকশন হাউসেরই প্রথম আবিষ্কার ইধিকা। এই ছবিতে ওর চরিত্রেরও একাধিক শেড রয়েছে যা বেশ চ্যালেঞ্জিং।

চন্দনকান্তি সরকার ও সুশান্ত বিশ্বাস প্রযোজিত আকাশ মালাকার পরিচালিত সোহম – ইধিকার (Soham Chakraborty & Idhika Paul) ‘বহুরূপ’ (Bahurup) মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার (২৯ অগাস্ট,২০২৫)।

 

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...