আগামী বছরই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে তৃণমূলের (TMC) আসন সংখ্যা বাড়বে বলে দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সভানেত্রীর দাবি, আগামী নির্বাচনে আসন বাড়বে। আর অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ৫০ পেরোবে না বিজেপি।

বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডের সমাবেশের মঞ্চে দলনেত্রীর আগে বলতে উঠতে অভিষেক বলেন, “বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। বাংলা ২০২৬ সালে তাদের জবাব দেবে।”

তোপ দেগে অভিষেক বলেন, ”বিচারব্যবস্থা, বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই, কমিশন, সংবাদমাধ্যম সবাই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু ১০ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এসো লড়াৎ করো, কত ক্ষমতা দেখি। আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, বুক ঠুকে বলছি তার থেকে আসন বাড়বে তৃণমূলের। কুৎসা যত বেড়েছে তৃণমূল তত বেশি আসন পেয়েছে। ২০১১-য় ১৮৪, ২০১৬-য় ২১১, ২০২১-য় ২১৫। বিজেপির ক্ষমতা থাকলে এ বার ৫০ পার করে দেখাক। আমরা ভেঙে দাওয়া গুঁড়িয়ে দাও রাজনীতি করি না। আমরা যে ভাবে মানুষের পাশে ছিলাম। একই ভাবে থাকব।“

এর পর বলে উঠে তৃণমূল সুপ্রিমো বলেন, “আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।“ চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।“
আরও খবর: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের

–

–

–

–

–

–
