সাত সকালে যুবকের দেহ উদ্ধার, হরিদেবপুরের মাছের বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

সাত সকালে খাস কলকাতায় যুবকের দেহ(Y outh Dead Body) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের( Haridevpur) কবরডাঙা মাছের বাজার অঞ্চলের ঘটনা।

সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। যুবকের দেহের চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে যুবকের দেহ উদ্ধার করে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিচয় জানতে মৃতের ছবি পাঠিয়ে বিভিন্ন থানার সঙ্গে যোগাযোগ করছে হরিদেবপুর থানার( Haridevpur PS) পুলিশ। ঘটনার যৌথ ভাবে তদন্ত শুরু করছে হরিদেবপুর থানা ও লালবাজার( Lal Bazar) হোমিসাইড শাখা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে যুবককে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে। যুবকটিকে মাছের বাজারের মধ্যেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তকারীরা আপাতত মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন। তাঁর সঙ্গে কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।

এই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এভাবে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের এলাকায় পর্যাপ্ত আলো থাকে না, বাজার লাগোয়া অঞ্চলে নেশাগ্রস্তরা আসেন এমন অনেক অসাধু কারবার হয়। পুলিশের নিরাপত্তা পর্যাপ্ত নয় বলেই স্থানীয়দের অভিযোগ।

spot_img

Related articles

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...

বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, আহত ৭ 

বর্ধমান স্টেশন ফের সাক্ষী রইল পদপিষ্টের মর্মান্তিক ঘটনার। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনের ৪ ও ৫ নম্বর...