কলকাতায় প্রদেশ কংগ্রেসের (Congress) সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং (BJP leader Rakesh Singh)। রাত দুটো নাগাদ ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারের বিরুদ্ধে কুকথার অভিযোগে কলকাতায় রাকেশের নেতৃত্বে বিধান ভবনের সামনে তাণ্ডব চালায় ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস অফিস ভাঙচুর থেকে শুরু করে ছবি-পোস্টারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সোমবার পদ্মনেতার ছেলে শিবম সিংকে গ্রেফতার করা হয়। পলাতক ছিলেন অভিযুক্ত। জানা গেছে কাউকে সরাসরি ফোন না করে হটস্পট এ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তিনি নিজের লোকেদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অবশেষে ঘটনার পাঁচ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

–

–

–

–

–

–

–

–