নিয়োগ মামলায় সিবিআইয়ের (CBI) অভিযোগেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। কিন্তু এখনই জেলমুক্তি হচ্ছে না এখনই। বুধবার নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে জামিন পেয়েছেন পার্থ। তবে, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অন্যতম অভিযুক্তর এখনও জেলমুক্তি হচ্ছে না।
এদিন আলিপুরে CBI বিশেষ আদালতে পার্থ-সহ নিয়োগ মামলায় অভিযুক্তেরা জামিনের আবেদন করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। তাদের দাবি ছিল, মামলার প্রতিটি ধরন আলাদা। একটির সঙ্গে অন্যটির মিল নেই। এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে বলেও জানায় সিবিআই। তবে, দুপক্ষের আবেদন শুনে জামিন মঞ্জুর করে আদালত। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে একই দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা এখনও বিচারাধীন। সেই মামলায় এখনও জামিন হয়নি তাঁর। ফলে জেলেই থাকতে হবে তাঁকে।



