তৃণমূলের ধর্না সরিয়ে নিজেরাই বসতে চায় সেনা! হাই কোর্টে প্রাক্তন সেনাকর্মীরা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন চন্দ্রিমার

Date:

Share post:

নিয়মের দোহাই দিয়ে মেয়ো রোডে তৃণমূলের অবস্থান মঞ্চ ভেঙে ছিল সেনাবাহিনী। এবার নিজেরাই ধর্নায় বসতে চেয়ে হাই কোর্টে দ্বারস্থ প্রাক্তন সেনাকর্মীর (Ex Army)। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে। এদিকে প্রাক্তন সেনা কর্তাদের এই কর্মসূচির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

কয়েকদিন আগেই মেয়ো রোডে তৃণমূলের  সভামঞ্চে খুলে ফেলে সেনা। খুলে ফেলা হয় ত্রিপল। এরপরই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেনার প্রতি সম্মান বজায় রেখেই বিজেপির বিরুদ্ধে তীব্র তোপ দাগেন। কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর  ধর্নায় বসতে চেয়ে আদালতে আবেদন করেন প্রাক্তন সেনা কর্মী (Ex Army) ও কর্তারা। সোমবার এই মামলার শুনানি হতে পারে।

এই প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী কারও প্রতি কোনও অসম্মান প্রদর্শন করেননি। আমরা সেনা অনুমতি নিয়েই ধর্নায় বসেছিলাম। আমাদের ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্ত  প্যান্ডেল খোলার জন্য সেনা চলে আসে। মুখ্যমন্ত্রী সেনা বা কারোর প্রতি অসম্মানসূচক কোনও মন্তব্য করেননি। হতে পারে ওরা কারোর ইন্ধনে এই কাজ করেছে।

ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। সেই কারণেই তাদের মঞ্চ ও প্যান্ডল খোলা হয়নি বলেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।  কিন্তু এর প্রতিবাদ সেনার প্রাক্তন কর্মীরা যেভাবে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তা নজিরবিহীন।

spot_img

Related articles

পুজোর ভিড়ে উৎশৃঙ্খলা, পাঁচ দিনে কলকাতায় গ্রেফতার ৬ হাজারের বেশি!

দুর্গাপুজোর (Durga Puja) বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর উন্মাদনার ভিড়ে যাতে আইনশৃঙ্খলা কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে সজাগ...

কলকাতার আকাশে দুর্যোগের মেঘ! একাদশীতে কমলা সর্তকতা তিলোত্তমায় 

পাঁচ দিনের আনন্দের পর সপরিবারে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। শাস্ত্র মেনে দশমীতে দেবীর দর্পণ-ঘট বিসর্জন হলেও এখনও মৃন্ময়ী...

নবমীতেও প্যান্ডেল হুপিং! মেয়েকে নিয়ে চালতাবাগান পুজো মণ্ডপে অভিষেক 

অষ্টমীর পর নবমীর দিনেও পুজোর মেজাজে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিকেলের পর উত্তর...

মিলে গেল পূর্বাভাস! নবমীর দুপুরে ঝড়-বৃষ্টি কলকাতায়, দশমীতেও সতর্কতা 

অষ্টমীর রাত কাটল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই মুষলধারে বর্ষণে ভিজল কলকাতা। দুপুর আড়াইটে নাগাদ...