বেওয়ারিশ বন্দুকের আড়ালেই চলত দাঁ ব্রাদার্সের রমরমা, গ্রেফতার তিন 

Date:

Share post:

বয়স ৪০ কিংবা ৭০ বছর—এমনই বিরল সব বন্দুক পৌঁছে যাচ্ছিল অপরাধীদের হাতে। ডালহৌসির শতাব্দীপ্রাচীন দাঁ বন্দুক বিপণির আড়ালে চলছিল এই অবৈধ কারবার। শুক্রবার দোকানের মালিক তিন ভাইকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহু পুরনো বন্দুকের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর সেগুলি দাবিদারহীন অবস্থায় পড়ে থাকত। বিদেশি ব্র্যান্ডের বিরল অস্ত্রও ছিল তার মধ্যে। সেগুলিকেই জাল নথি বানিয়ে দাঁ ব্রাদার্স চড়া দামে বিক্রি করত অপরাধীদের কাছে। বৈধ ব্যবসার আড়ালে বছরের পর বছর চলেছে এই গোপন লেনদেন।

ইতিমধ্যেই এসটিএফ-এর হাতে উদ্ধার হয়েছে বিরল ৪১টি বন্দুক। কোনওটিরই বৈধ কাগজপত্র নেই। এই দোকান থেকে কত অস্ত্র পাচার হয়েছে এবং সেগুলি কারা হাতে পেয়েছে, তার খোঁজ চলছে। পুলিশের আশঙ্কা, অপরাধ জগতের বড় চক্রের সঙ্গেও যুক্ত থাকতে পারে এই কারবার।

প্রায় তিন সপ্তাহ আগে খড়দহের রিজেন্ট পার্কের একটি আবাসন থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। তারই তদন্তে দাঁ ব্রাদার্সের নাম সামনে আসে। এর আগে কানিংয়ের জীবনতলা থেকেও অস্ত্র উদ্ধারে এই দোকানের নাম জড়িয়েছিল। এমনকি অবৈধ লেনদেনের অভিযোগে একবার দোকানটি সিলও করা হয়েছিল।

জেরায় ধৃতদের স্বীকারোক্তি, অনেকেই ব্যবহারের জন্য নয়, সাজিয়ে রাখার উদ্দেশ্যে বিরল বন্দুক কিনতেন চোরাপথে। আইন অনুযায়ী, কোনও অস্ত্রের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হলে তা পুলিশ, সেনার অস্ত্রাগার কিংবা বৈধ অস্ত্র বিপণিতে জমা দেওয়ার কথা। কিন্তু বহু ক্ষেত্রেই মালিকের বংশধররা অস্ত্র ফেরত নেন না। আর সেখানেই বেওয়ারিশ বন্দুক হয়ে উঠছিল পাচারের প্রধান হাতিয়ার।

আরও পড়ুন –

spot_img

Related articles

সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিনে ছোটদের পুজো-উপহার ভাষানগরের 

বাংলা সাহিত্যের মহারথী, কবি-ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিন উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাঘরে আয়োজন করা হল বিশেষ...

প্রেমিককে ভিডিয়ো পাঠিয়ে আত্মহত্যা তরুণীর! চাঞ্চল্য বাঁশদ্রোণীতে 

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্ক এলাকায় শনিবার রাত ১১টা নাগাদ আত্মহত্যায় চাঞ্চল্য। ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায়...

জেলা থেকে শহর, রাজ্যজুড়ে নির্বিঘ্নে শুরু এসএসসি পরীক্ষা

বিরোধীদের কুৎসা,অপপ্রচার, সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে জেলা থেকে শহর -রাজ্য জুড়ে সর্বত্র শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে শুরু হল স্কুল সার্ভিস...

জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ হরিদেবপুরে, তদন্তে পুলিশ

হরিদেবপুর থানা (Haridevpur Police Station) এলাকার বাসিন্দা তরুণীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ তাঁর পূর্ব পরিচিত...