কৃষ্ণনগর ছাত্রী খুন: সাতদিন পালিয়েও অবশেষে পুলিশের জালে দেশরাজের বাবা

Date:

Share post:

বিএসএফ-এর সহযোগিতায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেও লাভ হল না। অবশেষে রাজ্য পুলিশের জালে নদিয়ায় কলেজ ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দ সিং। রাজস্থানের (Rajasthan) জয়সলমের থেকে তাকে গ্রেফতার করে কৃষ্ণনগর পুলিশ (Krishnanagar Police)। ঈশিতাকে খুন করে প্রথমে উত্তরপ্রদেশ ও পরে নেপালে (Nepal) পালিয়ে যেতে বাবাই সবথেকে বেশি সাহায্য করেছিল দেশরাজকে, উঠে এসেছে পুলিশি তদন্তে।

নদিয়ার কৃষ্ণনগরের কলেজ পড়ুয়া ঈশিতা মল্লিকের খুনের ঘটনায় গত রবিবার অভিযুক্ত দেশরাজকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। তার আগের দিন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছিল দেশরাজের মামাকে। মামার মোবাইল থেকে দেশরাজকে নকল পরিচয় পত্র তৈরি করে দিয়ে নেপালে পালিয়ে যেতে সাহায্য করার প্রমাণ পেয়েছিল পুলিশ। সেই সূত্রেই গ্রেফতার হয় দেশরাজ। কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে (Amarnath K) জানিয়েছিলেন, রাজস্থান থেকে দেশরাজের বাবা রঘুবিন্দকে রাজ্যে আনার তোড়জোড় করছে রাজ্য পুলিশ।

দেশরাজের বাবা রঘুবিন্দ বিএসএফ-এ কর্মরত। রাজস্থানের জয়সলমেরে বিএফএফে পোস্টিং ছিল তার। রাজ্যের পুলিশ গ্রেফতারি পরোয়ানা নিয়ে গেলেও গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিএসএফ। জয়সলমেরের (Jaisalmerh) বিএসএফের বাধায় গ্রেফতার করা যাচ্ছিল না। এই রঘুবিন্দ পুলিশকে জানিয়েছিল খুনের ঘটনার পরে দেশরাজের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি। আদতে তিনিই ট্রেনের টিকিট থেকে নকল পরিচয়পত্র বানিয়ে পালাতে সাহায্য করেছিলেন দেশরাজকে। তবে গ্রেফতার করে রাজস্থান থেকে বাংলায় আনতে না পারলেও জয়সলমেরেই হাউস অ্যারেস্ট করে রাখা হয় রঘুবিন্দকে।

আরও পড়ুন: শ্বাসরোধ করেই খুন! তেহট্টের শিশুমৃত্যু, গণপিটুনিতে গ্রেফতার ৪

অবশেষে বিএসএফ-এর (BSF) বাধা কাটিয়ে রবিবার রঘুবিন্দ সিংকে গ্রেফতার করল কৃষ্ণনগর পুলিশ। তবে বিএসএফের বাধায় সাতদিন লেগে গেল তাকে রাজ্যে নিয়ে আসার প্রক্রিয়ায়। সেই সঙ্গে সাতদিন দেরি হয়ে গেল ঈশিতা মল্লিকের খুনের তদন্তেও। সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে আনা হবে কৃষ্ণনগরে।

spot_img

Related articles

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের...

লক্ষ্য ২০৪৭! উন্নয়ন ও বলিষ্ঠ অর্থনীতিই লক্ষ্য ‘উড়ান’-এর

নয় বছর পূর্ণ করল ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্প 'উড়ান' (UDAN)। বিমানবন্দরের সংখ্যা ২০১৪ সালে ৭৪ থেকে ২০২৫ সালে...