বন্ধু বিরাটের ফিটনেস পরীক্ষার রিপোর্ট ফাঁস করলেন সুনীল, কত স্কোর করলেন কোহলি?

Date:

Share post:

বিরাট কোহলির( Virat Kohli) ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস! বন্ধু সুনীল ছেত্রী (Sunil chhetri) ফাঁস করলেন সেই রিপোর্ট। মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু সুনীল ও কোহলি।   রোহিত শর্মা (Rohit Sharma) সহ ভারতীয় ক্রিকেটাররা বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিয়েছেন। কিন্তু  কোহলি লন্ডনেই তাঁর বাধ্যতামূলক প্রাক মরশুম ফিটনেস টেস্ট দিয়েছেন আর সেই খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে।

তবে বিরাট কোহলির পরীক্ষার ফলাফল এতদিন অজানাই ছিল বোর্ডের ( BCCI) নিয়মানুসারে। কিন্তু বিরাট কোহলির ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করে দিলেন বন্ধু তথা ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী।ছেত্রী এবং কোহলির মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে সেটা সকলেরই জানা।

বন্ধু বিরাটের ফিটনেস স্কোর দেখে ছেত্রী মুগ্ধ। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ফিটনেস পরীক্ষায় কোহলি কত নম্বর পেয়েছেন তা প্রকাশ করেননি। ছেত্রী, কোহলিকে ফুটবল  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন।

সুনীল একটি পডকাস্টে জানিয়েছেন, “কয়েকদিন আগে কোহলি নিজের একটা ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায় বিরাট, যা খুবই আকর্ষণীয় ছিল। কোহলির মতো মানুষদের সঙ্গে বন্ধুত্ব থাকাটা ভালো লাগে। খারাপ সময়ে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি তখন এদের  দেখেই শেখা প্রয়োজন। সবাই বিরাট কোহলি বা  রোনাল্ডো হতে চায়, এতদিন ধরে নিজেদের জায়গাটা ধরে রাখাটা অবিশ্বাস্য।“

কোহলি এবং রোনাল্ডোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল ছেত্রীর বক্তব্য, “আমি রোনাল্ডোকে চিনি না। দূর থেকে ওকে দেখে শিখি। কিন্তু বিরাটকে চিনি। দুই জনের মধ্যে একটা মিল আছে উভয়েই নিজেদের সাফল্যে খুশি নন। এখনও সমান ক্ষিদে আছে।”

এর আগে ২০২৩ সালের আগস্টে কোহলি যখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ইয়ো-ইয়ো টেস্টের স্কোর শেয়ার করেছিলেন, তখন অনেক হৈচৈ পড়ে যায়।এরপরই বিসিসিআই খেলোয়াড়দের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, ফিটনেস স্কোর প্রকাশ না করতে, কারণ তা চুক্তিভঙ্গের আওতায় পড়তে পারে।

আরও পড়ুন:সুপার কাপের দিন ঘোষণা, আইএসএল নিয়ে দিশাহীন ফেডারেশন

টেস্ট অধিনায়ক শুভমান গিল, একদিনের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ জাতীয় দলের বাকি ক্রিকেটারদের বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে পরীক্ষা দিতে হয়।

 

spot_img

Related articles

শক্তিশালী ওমানের বিরুদ্ধে জয়, স্বপ্ন দেখাচ্ছেন খালিদ

কাফা কাপের তৃতীয়স্থান নির্ধারক ম্যাচে ওমানের বিরুদ্ধে জিতল ভারত। নির্ধারিত সময়ে এমনকি অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১।...

ভারত-পাক ম্যাচ পরিচালনার দায়িত্বে কে? আম্পায়ারের নাম শুনলে চমকে যাবেন

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে  এশিয়া কাপ (Asia Cup)। আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের ( IND vs PAK) মেগা ম্যাচ।...

মঙ্গলে উপরাষ্ট্রপতি নির্বাচন: থাকবেন তৃণমূলের ৪১ সাংসদ, সোমে সংসদে মক পোল

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন। বিরোধীদের জোট শিবিরের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ভোট দিতে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার মোট ৪১...

সুপার কাপ নিয়ে ক্লাবদের চিঠি, কী জানতে চাইল এআইএফএফ?

আইএসএল (ISL) নিয়ে জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের ( Supreme Court) নির্দেশের পরেই আইএসএল নিয়ে উদ্যোগী হয়েছে এআইএফএফ...