বিরাট কোহলির( Virat Kohli) ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস! বন্ধু সুনীল ছেত্রী (Sunil chhetri) ফাঁস করলেন সেই রিপোর্ট। মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু সুনীল ও কোহলি। রোহিত শর্মা (Rohit Sharma) সহ ভারতীয় ক্রিকেটাররা বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিয়েছেন। কিন্তু কোহলি লন্ডনেই তাঁর বাধ্যতামূলক প্রাক মরশুম ফিটনেস টেস্ট দিয়েছেন আর সেই খবর সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে।

তবে বিরাট কোহলির পরীক্ষার ফলাফল এতদিন অজানাই ছিল বোর্ডের ( BCCI) নিয়মানুসারে। কিন্তু বিরাট কোহলির ফিটনেস টেস্টের রিপোর্ট ফাঁস করে দিলেন বন্ধু তথা ভারতীয় তারকা ফুটবলার সুনীল ছেত্রী।ছেত্রী এবং কোহলির মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে সেটা সকলেরই জানা।

বন্ধু বিরাটের ফিটনেস স্কোর দেখে ছেত্রী মুগ্ধ। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ফিটনেস পরীক্ষায় কোহলি কত নম্বর পেয়েছেন তা প্রকাশ করেননি। ছেত্রী, কোহলিকে ফুটবল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন।

সুনীল একটি পডকাস্টে জানিয়েছেন, “কয়েকদিন আগে কোহলি নিজের একটা ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায় বিরাট, যা খুবই আকর্ষণীয় ছিল। কোহলির মতো মানুষদের সঙ্গে বন্ধুত্ব থাকাটা ভালো লাগে। খারাপ সময়ে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবি তখন এদের দেখেই শেখা প্রয়োজন। সবাই বিরাট কোহলি বা রোনাল্ডো হতে চায়, এতদিন ধরে নিজেদের জায়গাটা ধরে রাখাটা অবিশ্বাস্য।“

কোহলি এবং রোনাল্ডোর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল ছেত্রীর বক্তব্য, “আমি রোনাল্ডোকে চিনি না। দূর থেকে ওকে দেখে শিখি। কিন্তু বিরাটকে চিনি। দুই জনের মধ্যে একটা মিল আছে উভয়েই নিজেদের সাফল্যে খুশি নন। এখনও সমান ক্ষিদে আছে।”

এর আগে ২০২৩ সালের আগস্টে কোহলি যখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ইয়ো-ইয়ো টেস্টের স্কোর শেয়ার করেছিলেন, তখন অনেক হৈচৈ পড়ে যায়।এরপরই বিসিসিআই খেলোয়াড়দের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিল, ফিটনেস স্কোর প্রকাশ না করতে, কারণ তা চুক্তিভঙ্গের আওতায় পড়তে পারে।

আরও পড়ুন:সুপার কাপের দিন ঘোষণা, আইএসএল নিয়ে দিশাহীন ফেডারেশন
টেস্ট অধিনায়ক শুভমান গিল, একদিনের অধিনায়ক রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল-সহ জাতীয় দলের বাকি ক্রিকেটারদের বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে পরীক্ষা দিতে হয়।
–

–
–