Sunday, November 16, 2025

খেলার ছলে গুলি! ব্যারাকপুর পুলিশের হাতে গ্রেফতার আইনের পড়ুয়া-সহ তিন

Date:

Share post:

হাতে ছিল পিস্তল। খেলার ছলেই তা থেকে গুলি চালানো হল। একটি নয়, পরপর তিনটি। আর এই গুলির জেরেই চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বিটি রোডের (B T Road) উপর লাটবাগান এলাকায়। ব্যস্ত রাস্তার উপর গুলি চলার ঘটনা ঘটতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার অভিযুক্ত তিন যুবক।

রবিবার রাতে ব্যারাকপুরে বিটি রোডের উপর লাটবাগান এলাকায় একটি গাড়ি থেকে পরপর তিন রাউন্ড গুলি চলার অভিযোগ আসে। স্থানীয় একটি হাসপাতালের রোগীরা প্রথম এই গুলির আওয়াজ পান। হাসপাতালের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। দ্রুত পদক্ষেপ নেয় ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpur Police Commissionerate) পুলিশ। চিহ্নিত করা হয় অভিযুক্তদের গাড়িটিকে।

গাড়িটি সেই সময় ব্যারাকপুর থেকে টিটাগড়ের দিকে যাচ্ছিল। টিটাগড় থানার পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। সেখানেই গাড়ির ভিতর থেকে ৩ অভিযুক্ত – আরমান আনসারি, শাহাবাজ আনসারি ও বিশ্বজিৎ তেওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় প্রাথমিকভাবে। জানা যায়, আইনের পড়ুয়া আরমান নিজের বন্দুক থেকে গুলি চালিয়েছিল খেলার ছলে।

আরও পড়ুন: মেট্রো বিভ্রাটের জের: গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো ভাড়া বাড়ল ৭ গুণ! নাজেহাল যাত্রীরা

পুলিশি তদন্তে উঠে আসে, ওই তিন যুবক রবিবার রাতে একটি পানশালায় মদ্যপানের পর বিটিরোড দিয়ে যাওয়ার সময় বিনা কারণেই গুলি চালিয়েছিল (firing)। পুলিশ বন্দুকটি আটক করেছে। সঙ্গে দু রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। পরে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়। অভিযুক্তরা খড়দহের বাসিন্দা। তাদের কাছে ওই বন্দুক ও গুলি কিভাবে এল তা তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...