দূর্গা পূজোর বাকি হাতে গোনা কিছুদিন। বাঙালির মন এখন উড়ু উড়ু। সেইসঙ্গে প্রশ্ন, পুজোটা কেমন কাটবে? বৃষ্টি ভেজা প্যান্ডেল হপিং, নাকি রোদ ঝলমলে পুজোর আমেজ। প্রাথমিকভাবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে (forecast) পুজোর আগে আরেক দফা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোম-মঙ্গল উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতে খুব একটা পর্যুদস্ত হওয়ার আভাস নেই।

সোমবার ও মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই (no rain forecast)। বঙ্গোপসাগরে আপাতত নেই নিম্নচাপের ভ্রুকুটি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: প্রয়াত ইংরাজি দৈনিকের সম্পাদক সংকর্ষণ ঠাকুর: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, দেশের একাধিক রাজনীতিকের

উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোচবিহার ও দুই দিনাজপুরে আকাশ পরিস্কার থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে উত্তরের জেলাগুলিতেও বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

–

–

–
–
–

–