Tuesday, November 18, 2025

হাইকোর্টের নির্দেশে কমিটি গড়তে পরিচালকদের পরে ‘খাঁটি টলিউডি’ তালিকা জমা ফেডারেশনের

Date:

Share post:

ফেডারেশন বনাম ১৩ পরিচালক। মামলায় কমিটি গড়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। কে কে থাকবেন কমিটিতে? সে বিষয়ে আট সেপ্টেম্বরের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছিল। পরিচালকদের (Director) পক্ষ থেকে আগেই তালিকা জমা পড়ে। শেষ দিনে তালিকা দিল ফেডারেশন। যেখানে পরিচালকদের তালিকায় শুধুই মুম্বইয়ের নাম, সেখানে খাঁটি টালিগঞ্জের পরিচালক, সুপারস্টার, প্রযোজক থেকে শুরু করে বিখ্যাত কলাকুশলীর নাম তালিকায় দিয়ে চমক দিল ফেডারেশন- এমনটাই সূত্রের খবর।

মামলাকারী পরিচালকদের তরফে যে তালিকা গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে, তাতে সবই সাগরপাড়ের নাম। রয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাস, আদিল হুসেইন ও হনসল মেহেতার। অর্থাৎ প্রবাসী বাঙালিদের উপর আস্থা থাকলেও, বাংলায় আস্থা নেই পরিচালকদের! অন্তত এই তালিকা দেখে সেটাই ধারণা টলিউডের।

তবে ফেডারেশনের তালিকায় কিন্তু একের পর এক চমক। সূত্রের খবর, সোমবার জমা দেওয়া তালিকায় পাশাপাশি দেব ও জিৎ-কে রেখেছে ফেডারেশন। রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আছেন বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষ। সঙ্গে অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়। এঁদের পাশাপাশি রাখা হয়েছে একেবারে নতুন প্রজন্মের পাভেলকে। রয়েছেন এসভিএফের শ্রীকান্ত মোহতা, আবার সুরিন্দর ফিল্মসের নিসপাল সিং রানে। রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুকেও তালিকায় রেখেছে ফেডারেশন এমনটাই বিশেষ সূত্রে খবর।

এবার এই দুই তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু। এবার চূড়ান্ত তালিকায় কোন দিকে পাল্লা ভারী হয় বলিউড না টলিউড- সেটাই দেখার। তবে এই সমস্যার দ্রুত সমাধান চাইছে আদালত থেকে শুরু করে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ড।

আরও পড়ুন- স্বৈরতান্ত্রিক দুর্নীতিপরায়ণ বাম শাসনের বিরুদ্ধে নেপালের নবীন সমাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...