হাইকোর্টের নির্দেশে কমিটি গড়তে পরিচালকদের পরে ‘খাঁটি টলিউডি’ তালিকা জমা ফেডারেশনের

Date:

Share post:

ফেডারেশন বনাম ১৩ পরিচালক। মামলায় কমিটি গড়ে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। কে কে থাকবেন কমিটিতে? সে বিষয়ে আট সেপ্টেম্বরের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছিল। পরিচালকদের (Director) পক্ষ থেকে আগেই তালিকা জমা পড়ে। শেষ দিনে তালিকা দিল ফেডারেশন। যেখানে পরিচালকদের তালিকায় শুধুই মুম্বইয়ের নাম, সেখানে খাঁটি টালিগঞ্জের পরিচালক, সুপারস্টার, প্রযোজক থেকে শুরু করে বিখ্যাত কলাকুশলীর নাম তালিকায় দিয়ে চমক দিল ফেডারেশন- এমনটাই সূত্রের খবর।

মামলাকারী পরিচালকদের তরফে যে তালিকা গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে, তাতে সবই সাগরপাড়ের নাম। রয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, নন্দিতা দাস, আদিল হুসেইন ও হনসল মেহেতার। অর্থাৎ প্রবাসী বাঙালিদের উপর আস্থা থাকলেও, বাংলায় আস্থা নেই পরিচালকদের! অন্তত এই তালিকা দেখে সেটাই ধারণা টলিউডের।

তবে ফেডারেশনের তালিকায় কিন্তু একের পর এক চমক। সূত্রের খবর, সোমবার জমা দেওয়া তালিকায় পাশাপাশি দেব ও জিৎ-কে রেখেছে ফেডারেশন। রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। আছেন বর্ষীয়ান পরিচালক গৌতম ঘোষ। সঙ্গে অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়। এঁদের পাশাপাশি রাখা হয়েছে একেবারে নতুন প্রজন্মের পাভেলকে। রয়েছেন এসভিএফের শ্রীকান্ত মোহতা, আবার সুরিন্দর ফিল্মসের নিসপাল সিং রানে। রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুকেও তালিকায় রেখেছে ফেডারেশন এমনটাই বিশেষ সূত্রে খবর।

এবার এই দুই তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু। এবার চূড়ান্ত তালিকায় কোন দিকে পাল্লা ভারী হয় বলিউড না টলিউড- সেটাই দেখার। তবে এই সমস্যার দ্রুত সমাধান চাইছে আদালত থেকে শুরু করে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ড।

আরও পড়ুন- স্বৈরতান্ত্রিক দুর্নীতিপরায়ণ বাম শাসনের বিরুদ্ধে নেপালের নবীন সমাজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

উত্তরসূরির কলমে রাধাকান্ত দেবের জীবনী, প্রকাশ দেবীপক্ষেই

বাংলার নবজাগরণের সময়ে অন্যতম বর্ণময় চরিত্র রাজা রাধাকান্ত দেব (Radha Kanta Dev)।  উনিশ শতকের বঙ্গীয় রেনেসাঁসের কথা প্রসঙ্গে...

কণ্ঠস্বর দমনে রক্তপাত গ্রহণযোগ্য নয়! নেপালের পরিস্থিতিতে ক্ষুব্ধ ভূমিকন্যা-মনীষা

সরকারবিরোধী গণবিক্ষোভে উত্তাল নেপাল। এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ২২ জন। আহত প্রায় ৩০০। এমন অগ্নিগর্ভ পরিস্থিতি...

নীল জলরাশিতে আবিরের সঙ্গে বিকিনি রোম্যান্স মিমির, বন্দুক হাতে ঘনিষ্ঠ পঙ্কজ-সংযুক্তা!

ফটোলুক প্রকাশ্যে এসেছিল আগেই, এবার সামনে এল ভিডিও ঝলক। নীল জলরাশির সামনে দিয়ে নীল বিকিনিতে সাদা বালিভূমির উপর...

মনামীর পুজো উপহারে নীল আলতা রহস্যের উন্মোচন!

‘আইলো উমা’র পর এবার 'কল্কি' অবতারে অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। গত মাসে নীল রঙের আলতা পরে অন্যরকম...